Sachin Tendulkar Hundreds 100: আজকের দিনেই ইতিহাস গড়ে শততম সেঞ্চুরির মালিক হয়েছিলেন সচিন

Sachin Tendulkar Hundreds 100: কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে একাধিক রেকর্ড তাঁর দখলে। কিছু কিছু রেকর্ড রয়েছে যা হয়ত কোনওদিনই কেউ ভাঙতে পারবে না।

Continues below advertisement

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি। মানে ১০০টি সেঞ্চুরি। এমনটা একটা সময় কেউ ভাবতেও পারতেন না। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে একাধিক রেকর্ড তাঁর দখলে। কিছু কিছু রেকর্ড রয়েছে যা হয়ত কোনওদিনই কেউ ভাঙতে পারবে না। তার মধ্যেই একটি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি। ২০১২ সালে আজকের দিনেই এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েছিলেন মাস্টারব্লাস্টার ৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই শেষ শতরান ছিল সচিনের। 

Continues below advertisement

কেরিয়ারে ২০০ তম টেস্ট খেলেছেন নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। কিন্তু তার এক বছর আগেই এই অনন্য মাইলফলকটিও স্পর্শ করেছিলেন সচিন। সেই ইনিংসটির দশ বছর পূর্তিতে বিসিসিআইয়ের তরফেও ট্যুইট বার্তায় জানানো হয়েছে, ''আজকের দিনেই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ইতিহাস গড়েছিলেন। বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি সেঞ্চুরির মালিক হয়েছিলেন তিনি।'' এই লেখার সঙ্গে সচিনের সেদিন শতরানের পর সেলিব্রেশনের ছবিও পোস্ট করেছে বিসিসিআই। 

যদিও শততম সেঞ্চুরিটি আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল সচিনকে। ২০১১ বিশ্বকাপের মঞ্চে নিজের ৯৯ তম শতরানটি করেছিলেন মাস্টার ব্লাস্টার। এরপর থেকেই ক্রমেই অপেক্ষা। প্রায় ৩৫টি ইনিংস পরে আসে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের ৯৯ তম শতরানটি করেছিলেন সচিন। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে সচিনের ব্যাট থেকে ১৪৭ বলে ১১৪ রানের দুরন্ত শতরান এসেছিল ৷ 

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের নিরিখে সচিনের পরে রয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ৭১টি শতরান। তার পরেই রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০১৯ সালে কেরিয়ারের ৭০ তম শতরান হাঁকিয়েছিলেন বিরাট। কিন্তু এরপর থেকে এখনও পর্যন্ত আর কোনও শতরানের ইনিংস খেলেননি তিনি। খুব তাড়াতাড়িই তিনি পন্টিংকে টপকে যাবেন, এমন আশা করাই যায়। 

Continues below advertisement
Sponsored Links by Taboola