মুম্বই: বিরাট কোহলির অধিনায়ত্ব ইস্যুতে নানা মুনির নানা মত। টেস্টে বিরাট নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর আরো বেশি করে এই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এক শোয়ে নিজের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলতে গিয়ে বিরাট বলেন, ''আমি মনে করি প্রথমে নিজের টার্গেট নিয়ে ভাবতে হবে। আমি কী করতে চাই, তার সম্পর্কে ধারণা রাখতে হবে। একজন ব্যাটার হিসেবে আমার মনে হয়েছে যে আমার দলকে আরো অনেক কিছুই দেওয়ার আছে। তাই সেদিকেই আপাতত ফোকাস আমার।''


এরপরই বিরাট আরো বলেন, ''আমার মনে হয় লিডার হওয়ার জন্য দলের অধিনায়ক হওয়ার কোনো দরকার নেই। যখন ধোনি দলে ছিল, তার মানে এমন নয় যে ওঁ লিডার ছিল না দলের। তখনও আমরা ধোনির থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতাম। জেতা-হারা আমাদের হাতে নেই। কিন্তু প্রতি মুহূর্তে আরো উন্নতি করে যাওয়াটা আমাদের হাতেই রয়েছে।'' 


ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবেচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বিরাট। তিনি ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দেশকে। অন্য়দিকে ৪০ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। ২৪টি সিরিজের মধ্যে মাত্র ৫টি সিরিজে হেরেছে ভারতীয় দল। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''এমএসের ক্য়াপ্টেন্সিতে আমি খেলেছি। আমার ক্যাপ্টেন্সিতে ওঁ খেলেছে। আমিও সেভাবেই ভাবি। আগামীতে কারো অধিনায়কত্বে আমার খেলতে কোনো সমস্যা হবে না। ভাবনায় কোনো পরিবর্তন হবে না।''


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হল। প্রত্যাশিতভাবে অধিনায়ক হিসেবে দলে ফিরলেন রোহিত শর্মা। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। যদিও তাঁকে দ্বিতীয় ওয়ান ডে থেকে তাঁকে পাওয়া যাবে। তবে ২ ফর্ম্যাটের সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি ও জশপ্রীত বুমরাকে। ওয়ান ডে স্কোয়াডে ফিরে এসেছেন কুলদীপ যাদব। এছাড়া প্রথমবারের জন্য জাতীয় দলের ২ ফর্ম্যাটেই ডাক পেয়েছেন রবি বিষ্ণোই। ওয়ান ডে স্কোয়াডে দলে জায়গা করে নিয়েছেন আবেশ খান, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা, প্রসিদ্ধ কৃষ্ণ। টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছেন ভুবনেশ্বর কুমারকে।