গত বছর একজন ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ মাদক নিয়েছেন, রিপোর্ট ওয়াডার
Web Desk, ABP Ananda | 26 Oct 2017 11:53 PM (IST)
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে ডোপিংয়ের কালো ছায়া। বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (ওয়াডা) রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালে একজন ভারতীয় ক্রিকেটার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাঁর নাম অবশ্য প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, আইপিএল বা ইরানি ট্রফি চলাকালীন সংশ্লিষ্ট ক্রিকেটারকে পরীক্ষা করে নিষিদ্ধ মাদক সেবনের বিষয়টি জানা গিয়েছে। এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ক্রিকেটার প্রদীপ সাঙ্গোয়ানের বিরুদ্ধেও নিষিদ্ধ মাদক সেবনের প্রমাণ পাওয়া গিয়েছিল। ২০১৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় ডোপ পরীক্ষায় ধরা পড়েন সাঙ্গোয়ান। ফের এক ভারতীয় ক্রিকেটার ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন।