লন্ডন: উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জায়গা করে নিলেন অনস জ়েবার। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে অনস জয় ছিনিয়ে নেন। খেলার ফল তিউনেশিয়ার প্রতিযোগীর পক্ষে ৬ (৫)-৭(৭), ৬-৪, ৬-৩। প্রথম সেটে হেরে গিয়েও পরের দুটি সেট জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করলেন ষষ্ঠ বাছাই জ়েবার। এদিন প্রায় ২ ঘণ্টা ১৯ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন তিনি। গতবারই উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিউনেশিয়ার টেনিস সুন্দরী। কিন্তু রানার্স আপ হতে হয়েছিল তাঁকে। ফাইনালে তিনি হেরে গিয়েছিলেন। ইউ এস ওপেনের ফাইনালেও হেরে রানার্স আপ হতে হয় তাঁকে। এবার আরো একবার খেতাব জয়ের সুযোগ তাঁর সামনে। 


অন্য় সেমিফাইনালে মার্কেতা ভন্দ্রৌসোভা হারিয়ে দিলেন এলিনা স্ভিটোলিনাকে। খেলার ফল মার্কেতার পক্ষে ৬-৩, ৬-৩। একেবারে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেন চেক প্রজাতন্ত্রের টেনিস প্লেয়ার। ২০১৯ সালে শেষবার গ্র্যান্ডস্লামের মঞ্চের ফাইনালে উঠেছিলেন। চার বছর পর এবার খেতাব জয়ের সুযোগ তাঁর সামনে। 


বোপান্নার দৌড় শেষ


এদিকে, আশা জাগিয়েও শেষরক্ষা করতে পারলেন না ভারতের রোহন বোপান্না (Rohan Bopanna)। উইম্বলডনের (Wimbledon) পুরুষ ডাবলসের সেমিফাইনালে তিনি ও সঙ্গী ম্যাথু এবডেন হেরে গেলেন। খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁদের।



বোপান্না ও তাঁর সঙ্গী স্ট্রেট সেটে হেরে গেলেন শীর্ষবাছাই ডাচ-ব্রিটিশ জুটি ওয়েসলি কুলহফ ও নিল স্পুপস্কির কাছে। অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে ম্যাচের ফল বোপান্নাদের বিরুদ্ধে ৭-৫, ৬-৪। পুরুষ ডাবলসে ষষ্ঠ বাছাই ছিলেন বোপান্না ও এবডেন। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা সময় স্কোর ছিল ৩-৩। সেখান থেকে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে এগিয়ে যান কুলহফ ও স্কুপস্কি। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয় সেটেও অবশ্য লড়াই ছাড়েননি বোপান্না-এবডেন। শুরুতে ২-১ এগিয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু পাল্টা লড়াই করে ৫-৪ এগিয়ে যান কুলহফ ও স্কুপস্কি।


উইম্বলডনে (Wimbledon 2023) তরতরিয়ে ছুটছিল রোহন বোপান্না-ম্যাথু এবডেনের (Rohan Bopanna and Matthew Ebden) জয়রথ। পুরুষ ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। তবে শেষ চারের ম্যাচে স্বপ্নভঙ্গ হল বোপান্নাদের। উল্লেখ্য, ২০১৫ সালের পর প্রথমবার কোনও গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে খেললেন বোপান্না। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের টিকিট আদায় করতে পারলেন না ভারতের এই টেনিস তারকা।