ম্যাঞ্চেস্টার: শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (KGF: Chapter 2)। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে ছবিটি। এই ছবিতে মজে ইংল্যান্ডের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিও (Manchester City)। এই ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিন ফুটবলার কেভিন ডি ব্রুইনা (Kevin De Bruyne), ইলকে গুন্ডোগান (İlkay Gündoğan) ও ফিল ফডেনের (Phil Foden) ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘আমাদের নিজেদের কেজিএফ’। এখনও পর্যন্ত ১,৭৬,১৪৩ জন এই পোস্ট লাইক করেছেন এবং ৫ হাজারেরও বেশি মন্তব্য দেখা যাচ্ছে।


বিশ্বজুড়ে হইচই কেজিএফ নিয়ে


১৪ এপ্রিল মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। প্রধান চরিত্র রকির ভূমিকায় দেখা যাচ্ছে যশকে। এছাড়া এই ছবিতে আছেন সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি। বক্স অফিসে সাফল্যের নতুন নজির গড়ছে ছবিটি। দেশের গণ্ডি ছাড়িয়ে ছবিটি নিয়ে বিশ্বজুড়ে চর্চা চলছে। সোশ্যাল মিডিয়াতেও ছবিটি নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনাতেই নতুন ইন্ধন জোগাল ম্যান সিটির এই সোশ্যাল মিডিয়া পোস্ট।


ব্রাইটনের বিরুদ্ধে সিটির ম্যাচ


এদিকে, আজ মধ্যরাতে ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হচ্ছে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি। এই মুহূর্তে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে ইপিএল-এর শীর্ষে লিভারপুল। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলেই লিগ শীর্ষে চলে যাবে সিটি। বাকি দলগুলি অনেকটাই পিছিয়ে। ফলে এখন ইপিএল-এর লড়াই সিটি ও লিভারপুলের মধ্যেই সীমাবদ্ধ।


ক্রীড়াসূচি নিয়ে বিরক্তি প্রকাশ সিটি ম্যানেজারের


ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচের আগে অবশ্য পরপর ম্যাচ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সিটি ম্যানেজার গুয়ার্দিওলা। তাঁর বক্তব্য, ‘অ্যাটলেটিকো মাদ্রিদ ও লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের মাঝখানে আমাদের দলের ফিজিওদের ৭১ ধরনের চোট সারানোর জন্য ব্যস্ত থাকতে হয়েছে। আমাদের দলের ফুটবলাররা ৭১ রকমের চোট পেয়েছে। আমি সবার সঙ্গে কথা বলেছি। চিকিৎসকের সঙ্গেও কথা হয়েছে। পরপর এত ম্যাচ খেলা সমস্যা। এতজন চোট পাচ্ছে। এতে দল সমস্যায় পড়ছে।’