পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছে মুকেশ কুমারের (Mukesh Kumar)। যে কোনও ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের জার্সিতে টেস্ট খেলার। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মুকেশের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে অভিষেকের পর মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই ডানহাতি পেসার।
অশ্বিনের থেকে জাতীয় দলের ক্যাপ হাতে পাওয়ার পর সন্ধ্যায় হােটেলে ফিরে মায়ের সঙ্গে কথা বলেন মুকেশ। মা-কে ফোনে মুকেশ বলেন, ''এত বছর ধরে তুমি পুজোপাঠ করেছ আমার জন্য। পরিশ্রম করেছ। আজ তার ফল পেলাম মা।'' মায়ের সঙ্গে কথা বলার পর মুকেশ বলেন, ''আমার মা আমাকে সব সময় খুশি থাকতে বলেছিলেন। আমি ভারতের হয়ে খেলি বা না খেলি, তার থেকে বড় কথা মা বলতেন যে সবসময় এগিয়ে যেতে। তাঁর আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে। মা চান আমি উন্নতি করতে থাকি এবং আরও ভালো করি। এই মুহূর্তটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কতটা খুশি তা বলতে পারব না। সকালে অভিষেক করলাম আর সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা বলছি। এই সময়ে কি বলতে হবে সেটা আমি জানি না।''
মুকেশের বাবা কাশীনাথ সিংহ। ২০১৯ সালে ব্রেন হেমারেজের জন্য তিনি মারা যান। ছেলে পড়াশুনোয় এগিয়ে যাক, সরকারি চাকরি করুক এমনটাই চাইতেন মুকেশের বাবা। তবে মা ছেলের খেলার প্রতি আগ্রহ দেখে সবসময় তাঁক উৎসাহ দিয়ে গিয়েছেন। বিহারের গোপালগঞ্জ থেকে আর্থিক অনটন কাটাতে কলকাতায় পাড়ি দিয়েছিলেন কাশীনাথ সিংহ। এরপরই এখানে এসে ক্রিকেটের চর্চা নতুন করে শুরু করেছিলেন মুকেশ। উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ছিলেন মুকেশ। গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে দলেও ছিলেন তিনি। এই ম্যাচেই অভিষেক হওয়া মুকেশ কুমার গতকাল মাত্র ৪ ওভার বল করে ১০ রান খরচ করলেও কোনও সাফল্য পাননি।