নয়াদিল্লি: অর্জুন পুরস্কার, রাজীব গাঁধী খেলরত্নের পর এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দীপা কর্মকার। রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে চতুর্থ হওয়া আগরতলার এই বাঙালি কন্যা প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সম্মান পাচ্ছেন।
এবিপি আনন্দর কাছ থেকেই দীপার পদ্মশ্রী পুরস্কার পাওয়ার কথা জানতে পারলেন বাবা দুলাল কর্মকার ও কোচ বিশ্বেশ্বর নন্দী। দু জনেই খুব খুশি। দুলালবাবু বললেন, ‘মেয়ে একের পর এক সম্মান পাচ্ছে। খুব আনন্দ হচ্ছে। ও এভাবেই আরও এগিয়ে যাক।’ দীপার কোচ বললেন, ‘আমি অভিভূত। ভারতবর্ষে জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন। এই সম্মান দীপাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’
দীপার পাশাপাশি পদ্মশ্রী পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, রিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পাওয়া সাক্ষী মালিক, ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া, প্যারালিম্পিকে হাইজাম্পে সোনাজয়ী মরিয়াপ্পান থঙ্গভেলু ও ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ।
অসমর্থিত সূত্রে খবর, পদ্মভূষণ পাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি ও পিভি সিন্ধু। পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা তথা সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদ।
বিরাট, সাক্ষীদের সঙ্গে পদ্মশ্রী পাচ্ছেন দীপা, অভিভূত বাবা, কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2017 03:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -