পার্লামেন্টেই 'নিগ্রহ', আত্মহত্যার হুমকি পাকিস্তানের মহিলা এমপি-র
ABP Ananda, web desk | 25 Jan 2017 02:04 PM (IST)
ইসলাামাবাদ: পাকিস্তানে পার্লামেন্টের মধ্যেই মহিলা সদস্যকে নিগ্রহের অভিযোগ। এজন্য গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার হুমকি দিলেন ওই পার্লামেন্ট সদস্য। তাঁর দাবি, পার্লামেন্টের এক সদস্যই তাঁকে নিগ্রহ করেছেন। এক্ষেত্রে মহিলাদের সম্ভ্রমরক্ষায় দেশের আইনগুলির যে শুধুমাত্র খাতায় কলমেই রয়ে গিয়েছে , এটা তারই উদাহরণ। সিন্ধ প্রদেশের এমপি নুসরত সহর আব্বাসি প্রাদেশিক সরকারের মন্ত্রী ইমদাদ পিতাফির বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। নুসরতের অভিযোগ, পার্লামেন্ট ভবনে নিজের চেম্বারে তাঁকে ডেকেছিলেন পিতাফি। উল্লেখ্য, রক্ষণশীল পাকিস্তানে এই ধরনের মন্তব্যকে যৌন নিগ্রহ হিসেবে দেখা হয়। গত শুক্রবার এই ঘটনা ঘটে। সভায় বিতর্ক চলাকালে নুসরত ও পিতাফি বাদানুবাদে জড়িয়ে পড়েন। এই সময়ই পিতাফি নুসরতকে পার্লামেন্ট ভবনে তাঁর ব্যক্তিগত চেম্বারে আসতে বলেন। সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন নুসরত। ডেপুটি স্পিকারের কাছেও তিনি ঘটনা সম্পর্কে অভিযোগ দায়ের করেন। ডেপুটি স্পিকার মহিলা হওয়া সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি। এরপর গত শনিবার হাতে পেট্রোল ভর্তি বোতল নিয়ে আত্মহত্যার হুমকি দেন নুসরত। এই ঘটনা ঘিরে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় জোর আলোড়ন শুরু হয়। পিতাফির দল পাকিস্তান পিপলস পার্টি ঘটনায় হস্তক্ষেপ করে। চাপের মুখে পড়ে অ্যাসেম্বলিতেই ক্ষমা প্রার্থনা করেন পিতাফি। নুসরতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হিসেবে তিনি চাদর উপহার দেন।