টালাহাসি (ফ্লোরিডা): মার্কিন যুক্তরাষ্ট্রের স্কট লিপস্কিকে সঙ্গী করে টালাহাসি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেন লিয়েন্ডার পেজ। ফাইনালে তাঁরা হারালেন আর্জেন্তিনার লিওনার্দো মেয়ার ও ম্যাক্সিমো গঞ্জালেজকে। প্রথম সেটে হেরেও, দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষপর্যন্ত খেতাব জিতলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা। ইন্দো-মার্কিন জুটির পক্ষে ম্যাচের ফল ৪-৬, ৭-৬ (৫), ১০-৭। এই মরসুমে এটা লিয়েন্ডারের দ্বিতীয় চ্যালেঞ্জার টুর্নামেন্ট জয়। ৮০ র্যাঙ্কিং পয়েন্ট পেলেন লিয়েন্ডার।
তবে লিয়েন্ডার চ্যাম্পিয়ন হলেও, সিঙ্গলসে রানার-আপ হলেন ভারতের রামকুমার রামনাথন। তিনি এই প্রথম চ্যালেঞ্জার টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন। ফাইনালে স্লোভেনিয়ার ব্লাজ রোলার কাছে ২-৬, ৭-৬ (৬), ৫-৭ ফলে হেরে গেলেন রামকুমার। প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরেছিলেন ভারতের ডেভিস কাপের কাপের এই সদস্য। কিন্তু তৃতীয় সেটে তিনি ছন্দ ধরে রাখতে পারলেন না। এই টুর্নামেন্টে রানার-আপ হয়ে ৪৮ র্যাঙ্কিং পয়েন্ট এবং ৬,৩৬০ মার্কিন ডলার পুরস্কার পেলেন রামকুমার।
টালাহাসি চ্যালেঞ্জার জিতলেন লিয়েন্ডার, রানার-আপ রামকুমার
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2017 06:03 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -