করাচি: কোচ সাবি আজহারের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সানা মীর। তিনি বলেছেন, ‘মহিলা ক্রিকেট দলের বর্তমান কাঠামোয় আমি আর কাজ করতে চাই না। এটা স্পষ্ট জানিয়ে দিচ্ছি। আগস্টের শেষে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য বিস্তারিত রিপোর্ট দেব।’


সানা ফেসবুকে লিখেছেন, ‘আমি ডায়না বেগকে খেলানোর বিষয়ে জোর করাতেই কোচের সঙ্গে মতপার্থক্য শুরু হয়। ডায়না প্রতিভাবান ক্রিকেটার। এবারের বিশ্বকাপে ও দারুণ ফর্মে ছিল। তাই আমি ওকে খেলাতে চেয়েছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি একজন তরুণীকে দলে জায়গা দেওয়ার জন্য আমি লড়াই করেছি। এর জন্য আমার কোনও আক্ষেপ নেই। এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই বিপক্ষের স্পিনাররা নতুন বলে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের আউট করে দিয়েছে। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা আমাদের ব্যাটসম্যানদের যথেষ্ট বেগ দিয়েছে। তার ফলেই আমরা হেরে গিয়েছি। আমাদের দলে চাপের মুহূর্তে ভাল পারফরম্যান্স দেখাতে পারে এমন খেলোয়াড়ের সংখ্যা কম।’

পাক মহিলা ক্রিকেট দলের কোচ বিশ্বকাপের পর তাঁর রিপোর্টে অধিনায়কের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, সানা আত্মকেন্দ্রিক, অহংসর্বস্ব ও নিজের মধ্যেই থাকেন। তরুণী ক্রিকেটারদেরও পাশে থাকেননি অধিনায়ক। কোচকে না জানিয়েই ২৫ বছর বয়সি ক্রিকেটার কায়েনাত ইমতিয়াজকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়। কোচের এই অভিযোগেরই পাল্টা জবাব দিয়েছেন সানা। পিসিবি সূত্রে খবর, সানা ইস্তফা দিলে পরবর্তী অধিনায়ক হতে পারেন অলরাউন্ডার মিসবা মারুফ।