করাচি: জীবনের সেরা ইনিংস খেললেন কি না জানা নেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচি টেস্টে দ্বিতীয় ইনিংসে বাবর আজমের ১৯৬ রানের ইনিংস এখন বিশ্বজুড়ে বন্দিত হচ্ছে। টেস্টে চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম। ৫০৬ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে পাকিস্তান। অধিনায়কোচিত ইনিংস খেলে একের পর এক রেকর্ডে গড়েছে ও ভেঙেছেন বাবর আজম। সেই তালিকায় এবার রয়েছেন সুনীল গওস্করের সঙ্গে একই সারিতে বসে পড়া। চতু্র্থ ইনিংসে চারশো বা তার বেশি বল খেলার তালিকায় লিটল মাস্টারের সঙ্গে একই তালিকায় রয়েছেন তিনি। গাওস্কর ৪৪৩ বল খেলেছিলেন চতুর্থ ইনিংসে একটি ম্যাচে। বাবর নিজের ৪২৫ বলে ১৯৬ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচিতে। 


অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ৫৫৬ রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র ১৪৮ রানে। ৪০৮ রানের বিশাল লিড নিয়েও পাকিস্তানকে ফলো অন করতে বাধ্য করেনি অস্ট্রেলিয়া। পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছিল। চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে অযথা সময় নষ্ট করতে রাজি হননি প্যাট কামিন্সরা। ২ উইকেটে ৯৭ রানের মাথায় অজিরা তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন। জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৫০৬ রানের।



বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলের ২ রানের মাথায় আউট হন ইমাম উল হক। তিনি মাত্র ১ রান করেছিলেন। আজহার আলি দলের ২১ রানের মাথায় আউট হন। তিনি করেন ৬। এর পর বাবর বাবর ও আবদুল্লাহ শফিক ইনিংসের হাল ধরেন। শফিক ৯৬ করে আউট হওয়ার পরেই ফাওয়াত আলমও মাত্র ৯ রান করে আউট হয়ে যান। তার পর মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধেন বাবর। শেষ পর্যন্ত ১৯৬ রান করে আউট হন বাবর। রিজওয়ান করেন অপরাজিত ১০৪ রান। ৭ উইকেট হারিয়ে ৪৪৩ করে পাকিস্তান। ম্যাচ ড্র হয়।