করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাবর আজমের (Babar Azam) ঐতিহাসিক ইনিংস ও পাকিস্তানের মরণপন লড়াই করে ম্যাচ বাঁচানো দেখতে পাননি ইমরান খান (Imran Khan)। কেন? কারণ, পাক প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন অন্য এক ম্যাচে। তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে, সেই ম্যাচে অনেক টাকার লেনদেন চলছে!


ইমরান খান ট্যুইটারে লিখেছেন, 'অসাধারণ অধিনায়কোচিত ইনিংস খেলে দুর্দান্ত পাল্টা লড়াই করার জন্য বাবর আজমকে অভিনন্দন। দলের বাকিদেরও অভিনন্দন। যেভাবে তারা লড়াই করেছে। বিশেষ করে রিজওয়ান ও শফিক'। পরের ট্যুইটে ইমরান লেখেন, 'তবে দুর্ভাগ্যবশত আমি ম্য়াচটা দেখতে পেলাম না কারণ আমি এক ম্যাচ গড়াপেটা সামলাচ্ছিলাম। যেখানে আমার প্লেয়ারদের প্রচুর অর্থের লোভ দেখানো হচ্ছে'।


ইমরানের ট্যুইটের পরই হইচই পড়ে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা রাজীব শুক্ল ট্যুইট করেন, আইসিসি-র দুর্নীতিদমন শাখার উচিত হস্তক্ষেপ করা। বিশেষ করে অভিযোগটা যখন করছেন ইমরানের মতো এক কিংবদন্তি।



ঠিক কোন ম্যাচ গড়াপেটার দিকে ইঙ্গিত দিয়েছেন ইমরান? মনে করা হচ্ছে, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিতও থাকতে পারে ইমরানের ট্যুইটে। কারণ, রাতারাতি বদলে গিয়েছে পাকিস্তানের (Pakistan) রাজনৈতিক পরিস্থিতি। এবার টালমাটাল গদি ইমরান খান সরকারের (Imran Khan government)। অনাস্থা প্রস্তাবের আগেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) এর ২৪ এমপি আশ্রয় নিলেন ইসলামাবাদের সিন্ধ হাউসে। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যেই শুরু হয়েছে বিদ্রোহ।  


জিও নিউজের মতে, পিটিআইয়ের অসন্তুষ্ট জাতীয় পরিষদের সদস্য রাজা রিয়াজও ইমরানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। পাক টিভিকে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দিন অনেক এমএনএ বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ইমরান খান আশ্বস্ত করলেই তারা সংসদ লজে ফিরে যেতে প্রস্তুত।


পিএসএলে কেউ ১৬ কোটি টাকা দাম পাবে না, পাক বোর্ডের প্রধানকে কটাক্ষ প্রাক্তন নাইটের