দুবাই: গতকাল টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। যে দল জিতবে, তারা রবিবার ফাইনালে কিউয়িদের মুখোমুখি হবে।


গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্যাচই জিতে, বিশেষ করে ভারতকে ১০ উইকেটে হারিয়ে উজ্জীবিত পাকিস্তান। অন্যদিকে, গ্রুপে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। তারাও বেশ ভাল ফর্মে। লড়াকু মানসিকতা এবং একদিনের বিশ্বকাপ সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার বড় ভরসা। তবে তারা কোনওবার টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। পাকিস্তান সেখানে একবার টি-২০ বিশ্বকাপ জিতে নিয়েছে। ফলে সামান্য হলেও মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নামবেন বাবর আজমরা। তবে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররাও হাল ছাড়তে নারাজ। ফলে দুরন্ত লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।


আজ খেলা শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। আজকের ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস থ্রি এইচডি ও ডিডি স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের লাইভ আপডেট এবং অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে লড়াইয়ের রেকর্ড পাকিস্তানের পক্ষে। দু’দল এখনও পর্যন্ত ২৩টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের রেকর্ড আরও ভাল। ২০১৫ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত আমিরশাহিতে ১৬টি টি-২০ ম্যাচে অপরাজিত পাকিস্তান। আমিরশাহিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টি-২০ ম্যাচে পাকিস্তান হেরেছিল ২০১৪ সালে। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই আজ খেলতে নামবেন বাবর আজমরা।


টি-২০ বিশ্বকাপের নক-আউট পর্যায়ে দু’দলের লড়াইয়ের রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে। টি-২০ বিশ্বকাপের নক-আউট পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে চারটি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। ২০১০ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালেও পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে এই রেকর্ড আবার অ্যারন ফিঞ্চদের আত্মবিশ্বাস বাড়াবে।