PAK vs ENG T20 WC Final LIVE: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

PAK vs ENG T20 World Cup 2022 Final LIVE Updates: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিল ইংল্যান্ড।

ABP Ananda Last Updated: 13 Nov 2022 05:07 PM
Eng vs Pak Live Update: লড়াকু হাফসেঞ্চুরি স্টোকসের, বিশ্বজয় ইংল্যান্ডের

পাকিস্তান বোলারদের লড়াই ব্যর্থ করে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করলেন বেন স্টোকস। ৪৭ বলে হাফসেঞ্চুরি করলেন। ১২ বলে ১৯ রান করে যোগ্য সঙ্গত করলেন মঈন আলি। ৫ উইকেটে জয়ী ইংল্যান্ড।

Pak vs Eng Live: মাঠ থেকে বেরিয়ে গেলেন শাহিন শাহ আফ্রিদি

হাঁটুর চোটের জন্য দ্বিতীয় স্পেলে এক বল করে মাঠ থেকে বেরিয়ে গেলেন শাহিন শাহ আফ্রিদি। ওভার শেষ করলেন ইফতিকার আমেদ। তাঁকে পরপর চার ও ছক্কা মারলেন বেন স্টোকস। ইংল্যান্ডের স্কোর ১৬ ওভারে ১১০/৪। ২৪ বলে আর ২৮ রান চাই।

T20 WC Final Live: শাদাব খানের বলে ২০ রান করে ফিরলেন হ্যারি ব্রুক

শাদাব খানের বলে ২০ রান করে ফিরলেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের স্কোর ৮৪/৪। ম্যাচ জিততে ৪৫ বলে ৫৪ রান চাই ইংল্যান্ডের।

Pak vs Eng Live: ১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৭/৩

১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৭/৩। ম্যাচ জিততে আর ৬০ বলে ৬১ রান চাই ইংরেজদের।

Pak vs Eng Live: ৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪৯/৩

হ্যারিস রউফের বলে কট বিহাইন্ড জস বাটলার (১৭ বলে ২৬ রান)। ৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪৯/৩।

Eng vs Pak Live: হ্যারিস রউফের বলে ফিরলেন ফিল সল্ট

১০ রান করে হ্যারিস রউফের বলে ফিরলেন ফিল সল্ট। ইংল্যান্ডের স্কোর ৩.৩ ওভারে ৩২/২।

Pak vs Eng: ১ ওভারের শেষে ইংল্যান্ড ৭/১

শাহিন শাহ আফ্রিদির দুরন্ত বলে বোল্ড সেমিফাইনালে ভারতকে হারানোর কারিগর অ্যালেক্স হেলস (২ বলে ১ রান)। ১ ওভারের শেষে ইংল্যান্ড ৭/১।

Pak vs Eng Live: ১৩৭/৮ স্কোরে আটকে গেল পাকিস্তান

৭ বলে ৫ রানে ফিরলেন মহম্মদ নওয়াজ। ৪ রান করে ফিরলেন মহম্মদ ওয়াসিম। ১৩৭/৮ স্কোরে আটকে গেল পাকিস্তান।

Eng vs Pak Live Update: ১৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২৭/৬

২৮ বলে ৩৮ রান করে ফিরলেন শান মাসুদ। ১৪ বলে ২০ রান করে ফিরলেন শাদাব খান। ১৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২৭/৬।

Pak vs Eng Live: শতরানের গণ্ডি পার

১৫তম ওভারে শতরানের গণ্ডি পার করল পাকিস্তান। ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১০৬/৪। শাদাব ১০ ও শান মাসুদ ৩৪ রানে ব্যাট করছেন।

Pak vs Eng Live: পাকিস্তানের স্কোর ৮৪/৩

আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে ফিরলেন মহম্মদ হ্যারিস। ১২ বলে ৮ রান করে। ২৮ বলে ৩২ রান করে রশিদের বলে কট অ্যান্ড বোল্ড হলেন বাবর আজম। ১১.৪ ওভারে পাকিস্তানের স্কোর ৮৪/৩।

Pak vs Eng Live: বোল্ড হয়ে গেলেন মহম্মদ রিজওয়ান

পাকিস্তান শিবিরে প্রথম ধাক্কা স্যাম কারানের। তাঁর বলে বোল্ড হয়ে গেলেন মহম্মদ রিজওয়ান (১৪ বলে ১৫ রান)। ৪.২ ওভারে পাকিস্তানের স্কোর ২৯/১।

Pak vs Eng Live: ২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২/০

ভাল শুরু ইংরেজ বোলারদের। ২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২/০।

Eng vs Pak Live Update: আজ কি মেলবোর্নে ইতিহাসের পুনরাবৃত্তি হবে?

১৯৯২ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নেই ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আজ কি সেই মেলবোর্নে ইতিহাসের পুনরাবৃত্তি হবে?

Eng vs Pak Live: প্রথমে ব্যাটিং করবে পাকিস্তান

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করবে পাকিস্তান। মার্ক উড, ডেভিড উইলি ও ডাভিড মালান, কেউই প্রথম একাদশে সুযোগ পাননি।

Pak vs Eng Live: ওয়ার্ম আপ করছেন মার্ক উড, খেলার সম্ভাবনা

তাঁর চোট নিয়ে উদ্বেগ ছিল। তবে ফাইনালে সম্ভবত খেলবেন মার্ক উড। ওয়ার্ম আপ করছেন মার্ক উড। বোলিং রান আপ মার্ক করেছেন।

প্রেক্ষাপট

মেলবোর্ন: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড (PAK vs ENG)। দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের সামনে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বখেতাব জয়ের হাতছানি। মেলবোর্নে তিন দশক আগের ফলাফলের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যে পাকিস্তান। ১৯৯২ সালে অজিভূমে ইংল্যান্ডকে হারিয়েই ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এবার একইভাবে ২০ ওভারের বিশ্বকাপ ট্রফি তোলার লক্ষ্যে বাবর আজম।



বৃষ্টির ভ্রুকুটি


রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। যে ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ক্রমশ জোরাল হচ্ছে। মেলবোর্নে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা শুনে পাকিস্তান ও ইংল্যান্ড, দুই শিবিরই চরম উদ্বেগে।


শনিবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে বৃষ্টি। পিচ ঢেকে দেওয়া হয়েছে। তবে মাঠ জল থইথই। রবিবার সকাল থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। অস্ট্রেলিয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ফাইনালের দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। বেলায় শুরু হবে বৃষ্টি। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। রবিবার আকাশ পরিষ্কার হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃ্ষ্টি হবে সোমবারও। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


নিয়মে বদল


গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ রবিরার ম্যাচ শেষ করা সম্ভব না হলে, সোমবার দিনেও খেলা হবে ফাইনাল। যদিও রবিবারই ম্যাচ শেষ করার সব প্রচেষ্টাই করা হবে বলে জানানো হয়েছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলকে অন্তত ১০ ওভার খেলতে হবে। বৃষ্টির জন্য যদি তাও সম্ভব না হয়, একমাত্র সেক্ষেত্রেই খেলা সোমবার পর্যন্ত গড়াবে।


আইসিসির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রবিবার ম্যাচ শেষ করার সম্পূর্ণ প্রচেষ্টা করা হবে এবং প্রয়োজনে ওভারও কমানো হবে। একমাত্র যদি রবিবার সবথেকে কম ওভারের ম্যাচ খেলাও সম্ভব না হয়, তাহলেই তা সোমবার পর্যন্ত গড়াবে। যদি সোমবার খেলা হয়, তাহলে রবিবার যেখানে ম্যাচ থামবে, সেখান থেকেই আবার খেলা শুরু হবে। রবিবার ম্যাচ শেষ করার জন্য বাড়তি ৩০ মিনিট দেওয়া হবে। সোমবার ম্যাচ শেষ করার জন্য বাড়তি চার ঘণ্টার সময় থাকবে।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.