মেলবোর্ন: ধারাভাষ্যকারের কীর্তি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ঝড় তুলেছে।
রবিবার তখন পারথে চলছে পাকিস্তান-নেদারল্যান্ডসের খেলা। স্টেডিয়ামের মাথায় উল্টো হয়ে ঝুলে ধারাভাষ্য দিলেন নাতালি জার্মানোস। টি-টোয়েন্টি বিশ্বকাপের এমনই দৃশ্য ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে রীতিমতো বুক কেঁপে গেল নেটিজেনদের।
রবিবার পারথ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় পারথের স্টেডিয়ামের ছাদে উঠে যান ধারাভাষ্যকার নাতালি। একাধিক ক্যামেরাম্যানের সঙ্গে স্টেডিয়ামের ছাদে দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে থাকেন। প্রত্যেকেই প্রয়োজনীয় সুরক্ষা নিয়েছিলেন। দড়ি দিয়ে তাঁদের শরীর বাঁধা ছিল। তারই মধ্যে একবার পুরোপুরি উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য দিতে থাকেন নাতালি। তিনি বলেন, ‘ভিন্ন দৃষ্টিভঙ্গিতে খেলা দেখা যাচ্ছে।’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ধারাভাষ্যের দৃশ্য। কীভাবে এত উঁচুতে উলটো হয়ে ঝুলে আছেন, তা ভেবেই বুক কাঁপতে শুরু করে নেটিজেনদের। স্ট্যান্ড-আপ কমেডিয়ান আতিফ নওয়াজ বলেন, 'আমি আগে থেকেই জানতাম যে, খেলা নিয়ে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে নাতালি জার্মানোসের।' পাকিস্তানি সাংবাদিক রোহা নাদিম আবার বলেন, 'প্রত্যেক সঞ্চালকের স্বপ্নপূরণ করলেন নাতালি জার্মানোস।'
শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ধারাভাষ্যকার যতীন সাপ্রু আগাম আভাস দিয়েছিলেন যে, রবিবার রোমহর্ষক কিছু হতে চলেছে। সাপ্রুও উল্টো হয়ে ঝুলে একটি ছবি পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন, এটা পুরোপুরি নিরাপদ। রবিবার নাতালির ছবি সকলকে হতবাক করে দিয়েছে।
আরও পড়ুন: কেকেআর পরিবারে না থাকলেও ইডেন প্রিয়, পারথের ফেভারিট বেছে নিলেন শুভমন