লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পাকিস্তানকে কেউ হিসেবের মধ্যেই রাখেননি। কিন্তু শেষপর্যন্ত সবাইকে ভুল প্রমাণ করে পাকিস্তানই চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের পর পাকিস্তান ২০১৯ সালে একদিনের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হয়ে গেল বলেই মনে করছেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন এই জয়ের কথা মনে রাখবেন। আশাহীন অবস্থা থেকে দ্রুত ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। যেভাবে একের পর এক ম্যাচ জিতেছে, তা প্রশংসনীয়।’


পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এবং ফকর জামান, হাসান আলির মতো তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে আফ্রিদি বলেছেন, ‘কোনও টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের এরকম পারফরম্যান্স এবং ভারতকে এভাবে হারানো আমি খুব কমই দেখেছি। ২০১৯ সালে বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। সেই প্রতিযোগিতায় প্রথম তিনটি ফেভারিট দলের মধ্যেই থাকবে পাকিস্তান। সরফরাজের মতো অধিনায়ক এবং প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিয়ে দলটা তৈরি হচ্ছে। ১৪ দিনের মধ্যে পাকিস্তান নতুন নায়কদের খুঁজে পেয়েছে। ফকর জামান, হাসান আলি, শাদাব খানরা দেখিয়ে দিয়েছেন, পাকিস্তানে প্রতিভার অভাব নেই। সরফরাজ ভবিষ্যতে দলকে আরও সাফল্য এনে দিতে পারেন। ফকরের ইনিংসটা বিশ্বমানের প্রতিযোগিতার ফাইনালে কোনও পাকিস্তানি ব্যাটসম্যানের অন্যতম সেরা ইনিংস।’



এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আইসিসি ক্রমতালিকায় আট নম্বরে ছিল পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ১২৪ রানে হেরে যায় সরফরাজের দল। তারপর ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আফ্রিদির মতে, পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা এই জয়ে ১৯৯২ সালের বিশ্বকাপ এবং ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের মতোই আনন্দ পেয়েছেন।