নয়াদিল্লি: পুলওয়ামায় নারকীয় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছিল। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-র সম্প্রচার বন্ধের পথে হাঁটল পাকিস্তান। পাক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ কথা জানিয়েছেন।
পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর প্রতিবাদে ভারতে পিএসএলের সম্প্রচারকারী সংস্থা ডিস্পোর্টস সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। ভারতীয় কোম্পানি আইএমজি রিলায়েন্স পিএসএলের টেলিভিশন কভারেজ চুক্তি থেকে সরে এসেছিল। এরফলে পাকিস্তানের টি ২০ লিগ আয়োজক সংস্থাকে টুর্নামেন্টের মাঝপথেই নতুন করে প্রোডাকশন কোম্পানি খুঁজে নিতে হয়েছিল।
ফাওয়াদ চৌধুরী পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে বলেছেন, পিএসএলের সময় ভারতীয় কোম্পানি ও সরকার পাক ক্রিকেট নিয়ে যে আচরণ করেছিল, তার পরিপ্রক্ষিতে পাকিস্তানে আইপিএলের সম্প্রচার বরদাস্ত করা হবে না।
চৌধুরী ভারতীয় দলের বিরুদ্ধেও ক্রিকেটের রাজনীতিকরণের অভিযোগ করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত সিরিজের তৃতীয় ম্যাচে পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেটাররা বিশেষ সামরিক টুপি পরেছিলেন। বিষয়টি নিয়ে পাক ক্রিকেট বোর্ড আইসিসি-র দ্বারস্থ হয়েছিল। কিন্তু তাদের বক্তব্য আইসিসি-র কাছে ধোপে টেকেনি। আইসিসি সাফ জানিয়ে দিয়েছিল যে, ভারতীয় প্লেয়ারদের সেনা টুপি পরার আগে বিসিসিআই আইসিসি-র অনুমতি নিয়েছিল।
কিন্তু এরপরও অভিযোগ থেকে হঠতে নারাজ চৌধুরী। পাক মন্ত্রীর দাবি, তাঁরা ক্রিকেট থেকে রাজনীতিকে আলাদা রেখেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা সেনার টুপি পরেছিলেন। কিন্তু এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
চৌধুরী বলেছেন, পাকিস্তানে দেখানো না হলে তা আইপিএল ও ভারতীয় ক্রিকেটের লোকসান হবে বলে তিনি মনে করেন। পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটের সুপারপাওয়ার বলেও দাবি করেছেন মন্ত্রী।
আগামীকাল শনিবার থেকে দ্বাদশ আইপিএলের শুরু। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
এবার পাল্টা আইপিএলের সম্প্রচার বন্ধ করল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Mar 2019 12:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -