গল: আরও একটি রেকর্ড গড়লেন বাবর আজম। এবার টপকে গেলেন প্রাক্তন পাক ক্রিকেটার কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদকে। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে দ্রুততম ১০ হাজার রান করার মালিক এখন বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে আয়োজিত প্রথম টেস্টে ব্যাট হাতে অর্ধশতরান করার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন বাবর। যদিও বাবর অর্ধশতরান হাঁকালেও লঙ্কা বোলিং লাইন আপের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পাক ব্যাটিং লাইন আপ।


টেক্কা মিয়াঁদাদ, আনোয়ারকে


পাকিস্তান ব্যাটারদের মধ্যে দ্রুততম ১০ হাজার আন্তর্জাতিক রানের মালিক বাবর আজম। মাত্র ২২৮ ইনিংসে এই নজির গড়লেন পাক অধিনায়ক। ২৪৮ ইনিংসে ১০ হাজার রান পূরণ করেছিলেন মিয়াঁদাদ। কিন্তু তাঁর থেকে ২০টি ইনিংস কম খেলেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বাবর। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন পাক ওপেনার সৈয়দ আনোয়র। তিনি ২৫৫ ইনিংসে ১০ হাজার রান পূরণ করেছিলেন। মহম্মদ ইউসুফ ২৬১ ইনিংস খেলে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ইনজামাম উল হক (২৮১)।


 






উল্লেখ্য়, এই মুহূর্তে টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বাবর। তাঁর আগে শুধু রয়েছেন জো রুট, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ। ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ডানহাতি এই পাক ব্যাটার। মাঠের বাইরেও যে তিনি উদার মনোভাবের, তার পরিচয় দিয়েছেন ২ দিন আগেই। অফফর্মে থাকা বিরাট কোহলির সমর্থনে ট্যুইট করেছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে নিজের এক ছবি পোস্ট করে, বর্তমান পাকিস্তান অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।' জবাবে বিরাট লিখেছিলেন,  'অনেক ধন্যবাদ। আরও জ্বলজ্বল কর এবং উন্নতি করতে থাকো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।' স্বভাবতই দুই ক্রিকেটপাগল দেশের দুই মহাতারকার এই আদানপ্রদান মুহূর্তের মধ্যে হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে। 


আরও পড়ুন: বছরের তৃতীয় খেতাব, সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু