কলকাতা: যুবরাজ সিংহ (Yuvraj Singh)। ভারতীয় ক্রিকেটের একটা অধ্যায়ে এই নামটি লেখা থাকবে সারাজীবন। দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। শুধু তাইই নয়। জীবন বাজি রেখে বিশ্বকাপ (World Cup) জেতানো বাঁহাতি এই ভারতীয় তারকা তো যে কারও কাছে এখন অনুপ্রেরণা। ক্যান্সারের (Cancer) মতো মারণরোগের থাবাও যুবরাজের কেরিয়ারে কোনও বাধা তৈরি করতে পারেনি। সেই যুবরাজের কেরিয়ারের অন্যতম স্মরণীয় একটি ইনিংস ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে করা ১২ বলে অর্ধশতরান। যা আজ পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড হয়ে রয়েছে। সেই ম্য়াচেই ছয় বল ছয়টি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছিলেন যুবি। আমাদের ওস্তাদের মার সিরিজের যুবির সেই ইনিংস নিয়েই আজকের প্রতিবেদন -


মাঠেই ফ্লিনটফের সঙ্গে ঝামেলা


দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। গ্রুপ 'ই'-র ম্য়াচে ভারত মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। যা ছিল টুর্নামেন্টের ২১ তম ম্যাচ। কে জানত যে একটা ঘটনা গোটা ম্যাচের গতি প্রকৃতি বদলে দেবে। কেই বা জানত কোনও এক স্টুয়ার্ট ব্রডকে নিজের কোনও দোষ ছাড়াই বলির পাঁঠা হতে হবে। ভারতের ব্যাটিংয়ের সময় ক্রিজে ছিলেন যুবরাজ ও অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সেই সময় আচমকই অ্যান্ড্রু ফ্লিনটফ কিছু একটা বলেছিলেন যুবিকে। পরবর্তীতে জানা গিয়েছিল যে, ফ্লিনটফ না কি যুবিকে বলেছিলেন যে, ''এখানে এসো, আমি তোমার ঘাড় ছিঁড়ে দেব'', ব্য়স, রেগে গেলেন যুবি। সব রাগ গিয়ে পড়ল বল হাতে আক্রমণে আসা স্টুয়ার্ট ব্রডের ওপর। একের পর এক বল উড়ে গেল মাঠের বাইরে। পরপর ছয় বলে ছয়টি ছক্কা। আর ১২ বলে অর্ধশতরান। ফ্লিনটফের বলেই ক্যাচ আউট হয়েছিলেন সেই ম্যাচে যুবি। কিন্তু ততক্ষণে নিজের নামে বিশ্বরেকর্ড ও দলের জন্য বিশাল স্কোর বোর্ডে তুলে দিয়েছিলেন। ১৬ বলে ৫৮ রানের ইনিংসে যুবি হাঁকিয়েছিলেন সেদিন তিনটি বাউন্ডারি ও সাতটি ছক্কা। 


১৮ রানে জয় ভারতের


সেদিন প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রানই বোর্ডে তুলতে পারে ইংল্য়ান্ড শিবির। প্রত্যাশা মতােই ম্যাচের সেরা হয়েছিলেন যুবরাজ। সেই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এর পরে ২০১১ বিশ্বকাপেও ঘরের মাঠে খেতাব জেতে ভারত। সেখানেও টুর্নামেন্ট সেরা হয়েছিলেন যুবি। ঝুলিতে ছিল ৩৬২ রান ও ১৫ উইকেট। ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান যুবরাজ। ১৬ বছর অতিক্রান্ত। কিন্তু এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঞ্জাব তনয়ের এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি।