দুবাই: সামনের বছরই ভারতে বসতে চলেছে পুরুষদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগে বর্তমানে বহু দল বিভিন্ন জায়গায় ওয়ান ডে সিরিজ খেলছে। ভারত (Indian Cricket Team) এবং পাকিস্তানও (Pakistan Cricket Team) ওয়ান ডে খেলতে ব্যস্ত। গতকাল দুই দলই যথাক্রমে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসকে দাপুটে ভঙ্গিমায় পরাস্ত করেছে। এর ফলে ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের টেবিলেও (Cricket World Cup Super League) বদল ঘটেছে।


বছর দু'য়েক আগে, ১ মে ২০২০ সাল থেকে সুপার লিগ শুরু হয়। এই লিগ অনুযায়ী পরের বছরের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে দলগুলি। তাই এই তালিকার গুরুত্ব আলাদা করে আর বলে দিতে হবে না। গতকাল মহম্মদ নওয়াজের দুরন্ত বোলিং এবং বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে সাত উইকেটে নেদারল্যান্ডসকে পরাজিত করে পাকিস্তান। এর জেরেই তাদের এই তালিকায় উন্নতি ঘটেছে। ১৭ ম্যাচ খেলে ১১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিনে উঠে এসেছে পাকিস্তান।


কত নম্বরে ভারত?


তবে ভারতীয় দল অনেকটাই পিছনে রয়েছে। ১৩ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে ভারতীয় দল তালিকায় সাত নম্বরে রয়েছে। এই তালিকা অনুযায়ীই প্রথম আটটি দল সরাসরি পরের বছরের বিশ্বকাপে কোয়ালিফাই করবে। ভারত যেহেতু আয়োজক দেশ, তাই ভারত আগেভাগেই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। তাই ভারত বাদে বাকি প্রথম সাতটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। লিগে অংশগ্রহণ করা বাকি ছয়টি দলের বিশ্বকাপের টিকিট পেতে আরও কাঠখড় পুরাতে হবে। লিগের নীচের দিকের বিভাগগুলিতে ভাল করা দলগুলির সঙ্গে কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে তাদের।


 






ম্যাচপিছু কত পয়েন্ট? 


প্রতিটি ম্যাচে জয়ের জন্য ১০ এবং টাই, বা বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেল পাঁচ পয়েন্ট করে উভয় দলের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে এই লিগে। তবে সব দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু এই লিগের অংশ নয়। এমনকী কয়েকটি লিগের কিছু ম্যাচ লিগের অংশ এবং কিছু ম্যাচ লিগের অংশ নয়, এমন উদাহরণও আছে। প্রসঙ্গত, মন্থর ওভার রেটের জন্য এই লিগে পয়েন্ট কাটা যাচ্ছে, সেই কারণেই ভারতের পয়েন্ট ৮৯।


আরও পড়ুন: অব্য়াহত গিল-শিখরের দাপট, দুরন্ত পার্টনারশিপে ভাঙল রাহুল-সচিনের রেকর্ড