অনুরাগকে পাল্টা আক্রমণ পাক ক্রিকেট মহলের
Web Desk, ABP Ananda | 24 Sep 2016 07:05 PM (IST)
করাচি: ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের বক্তব্যের সমালোচনায় সরব হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। বিজেপি সাংসদ অনুরাগ রাজনীতি করছেন বলে অভিযোগ আবদুল কাদির, মহসিন খানদের। পাক ক্রিকেট বোর্ড সরকারিভাবে কোনও মন্তব্য করেনি। তবে পিসিবি-র এক কর্তা বলেছেন, ‘বিসিসিআই সভাপতির এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক। আমরা দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি। আমরা সবসময় খেলা ও রাজনীতিকে আলাদা রাখায় বিশ্বাসী। সেই কারণে বিসিসিআই-এর ভূমিকায় আমরা হতাশ।’ অনুরাগ গতকালই বলেছেন, উরি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কথা ভাবাই যায় না। তাঁর এই বক্তব্যের সমালোচনা করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ বলেছেন, ‘বিসিসিআই সভাপতি কী বলতে চাইছেন বুঝতে পারলাম না। গত আট বছর ধরে পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে না ভারত। যখন দু দেশের সম্পর্ক ভাল ছিল, তখনও দ্বিপাক্ষিক সিরিজ এড়িয়ে গিয়েছে ভারত। আইসিসি সবসময় বলে সদস্য দেশগুলির বোর্ডে রাজনৈতিক বা সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। অথচ বিসিসিআই সভাপতি রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন। হয় বিজেপি নেতা, না হলে বিসিসিআই প্রধান হিসেবে কথা বলুন।’ পাকিস্তানের অপর এক প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, ‘আমরা ২০১২ সালে শেষবার শুভেচ্ছা সফরে ভারতে গিয়েছিলাম। সেবারের সংক্ষিপ্ত সফরে একদিনের ও টি-২০ সিরিজ হয়েছিল। কিন্তু ২০০৭ সালের পর বিসিসিআই আর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়ে আগ্রহ দেখায়নি।’ কাদিরের দাবি, ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সঙ্গে খেলছে না। তাই অনুরাগের এই বক্তব্যের কোনও গুরুত্ব নেই। পিসিবি-র বরং উচিত আইসিসি প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নেওয়া। দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতীয় বোর্ডকে আর অনুরোধ করা উচিত নয়।