করাচি: পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে দেশ ছাড়তে চাইছেন। কাদির পাকিস্তানের হয়ে ৬৭ টেস্ট ও ১০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।পাকিস্তান ক্রিকেটে কাদিরের গুরুত্ব অপরিসীম। তাঁর বক্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে পাক বোর্ড।
কিন্তু এ ধরনের বড় মাপের ওই প্রাক্তন ক্রিকেটারের ছেলে উসমান কাদির দেশ ছাড়তে চাইছেন। একটা সময় উসমানকে পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টের ভবিষ্যত্ মনে করা হচ্ছিল। তিনি দেশের হয়ে দুবার অনুর্ধ ১৯ বিশ্বকাপ খেলেছেন।
কিন্তু এরপরই উসমানের কেরিয়ারে ছন্দপতন। ঘরোয়া ক্রিকেটে খেলার জন্যও তাঁকে রীতিমতো সংগ্রাম করতে হয়। হতাশ হয়ে উসমান এখন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন।
আসলে নিজের দেশে উসমান প্রতি মুহূর্তে তাঁর বাবার সঙ্গে তুলনা করা হয়। আর এতে প্রচন্ড চাপে পড়ে যান উসমান। বাবার রেকর্ডের কথা উল্লেখ করে তুলনা টানাটা তাঁর খেলার ওপর প্রভাব পড়ে। সেজন্য, উসমান এমন দেশে খেলতে চাইছেন, যেখানে তাঁকে তাঁর বাবার সঙ্গে তুলনা করা হবে না। খোলা মনে ক্রিকেট খেলতে পারবেন।
কাদির অবশ্য চান যে, ছেলে দেশের হয়েই খেলুক। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার কাদির ছেলের ওপরই ছেড়ে দিয়েছেন।