দুবাই: ১৯৯৬ সালে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় হয়েছিল একদিনের বিশ্বকাপ, যা উইলস ট্রফি নামে পরিচিত ছিল। তার ২৯ বছর পর ফের পাকিস্তানে হতে চলেছে কোনও আইসিসি প্রতিযোগিতা। আজ আইসিসি-র পক্ষ থেকে ২০২৪ থেকে ২০৩১-এর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে।



২০০৯-এ লাহৌরে শ্রীলঙ্কার টিমবাসে জঙ্গি হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। তারপর ধীরে ধীরে পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। একাধিক দল পাকিস্তান সফরে গিয়েছে। যদিও সম্প্রতি ফের পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে গেলেও, প্রথম ম্যাচের মাত্র চার মিনিট আগে নিরাপত্তাজনিত সমস্যার কথা উল্লেখ করে সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড দল। এরপর ইংল্যান্ড দলও নিরাপত্তার অভাবের কথা উল্লেখ করে পাকিস্তান সফর বাতিল করে। 


আইসিসি-র ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৫-এর ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। তার মধ্যে যদি পাকিস্তানে নিরাপত্তাজনিত সমস্যা দূর হয়, একমাত্র তাহলেই এই প্রতিযোগিতা হতে পারে। 


তার আগে ২০২৪-এর জুনে প্রথমবার টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ২০১০-এ ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল টি-২০ বিশ্বকাপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দ্বিতীয়বার হতে চলেছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপ।


এরপর ২০২৬-এ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। তারপর ২০২৭-এর অক্টোবর-নভেম্বরে নামিবিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে একদিনের বিশ্বকাপ। এই প্রথম নামিবিয়ায় আইসিসি বিশ্বকাপ হতে চলেছে। এর আগে ২০০৩-এ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে শেষবার একদিনের বিশ্বকাপ হয়েছিল। তার ২৪ বছর পর এই দুই দেশে ফিরতে চলেছে বিশ্বকাপ।


এরপর ২০২৮-এর অক্টোবরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে।  তারপর ২০২৯-এর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০৩০-এ ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে টি-২০ বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ সালে শেষবার আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে একদিনের বিশ্বকাপ হয়েছিল। সেবারও এই দুই দেশের সঙ্গে আয়োজক ছিল ইংল্যান্ডও।