করাচি: জ্যাভলিনে বিশ্বকে চমকে দিয়ে অলিম্পিক্সের মত মঞ্চে দাপট দেখিয়েছিলেন তাঁরা। নীরজ চোপড়ার পর এই খেলায় এশিয়ার আরও এক প্লেয়ার, যাঁকে নিয়ে মাতামাতি হয়েছিল তিনি আর্শাদ নাদিম। টোকিওর পর প্যারিস অলিম্পিক্স। চার বছরে দুজন দুজনকে প্রশংসায় ভরিয়েছিলেন বারবার। কিন্তু গত মাসে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর নীরজ চোপড়া এবং তাঁর পরিবারকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছিল। কারণ এই তারকা ক্রীড়াবিদ বেঙ্গালুরুতে এনসি ক্লাসিকে পাকিস্তানের নদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে টুর্নামেন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু পরে সাংবাদিক বৈঠকে এসে নীরজ বলেছিলেন যে আর্শাদ কোনওদিনই তাঁর কাছের বন্ধু ছিলেন না। এবাব সেই ইস্যুতে মুখ খুললেন আর্শাদ নাদিম। 

এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য খেলতে যাওয়ার আগে নাদিমকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি নীরজের কোনও মন্তব্যের উত্তর দিতে চাই না এই পরিস্থিতিতে। ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতি চলছে। আমি এটুকু জানি যে আমি একটি গ্রাম থেকে এসেছি। আমি ও আমার পরিবার সবসময় আমাদের আর্মিদের সমর্থনে গলা ফাটাব। ওঁদের পাশে থাকব।''

নীরজ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 'প্রথমেই আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমার নদিমের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক নেই । আমরা কখনওই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না । ভারত-পাক সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে এখন আমাদের মধ্যে আলাপচারিতা আগের মতো হবে না। কিন্তু যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও সম্মানের সঙ্গে কথা বলি।'

তিনি আরও বলেন, 'খেলোয়াড় হিসেবে আমাদের কথা বলা উচিত। বিশ্বজুড়ে ক্রীড়া সম্প্রদায়ের মধ্যে আমার কিছু ভাল বন্ধু আছে যারা শুধু ভালা ছোড়ায় নয়, অন্যান্য খেলায়ও আছে । যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও তার সঙ্গে সম্পূর্ণ সম্মানের সঙ্গে কথা বলব।'

প্যারিস অলিম্পিক গেমসের রৌপ্য পদক বিজয়ী তারকা আগে বলেছিলেন যে, নদিমকে তাঁর আয়োজিত টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোর পর সোশ্যাল মিডিয়ায় অপমানজনক পোস্টে তাঁকে এবং তাঁর পরিবারকে আক্রমণ করা হয়েছে । তাঁদের দেশভক্তি ও সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি খুব দুঃখ পেয়েছেন গোটা ঘটনায়।

আরও পড়ুন: সচিনকে চোখ রাঙিয়ে কেরিয়ারই শেষ হয়েছিল, দেশছাড়া হওয়া ওলোঙ্গা লড়ছেন জীবনযুদ্ধে