করাচি: একটা সময় পাকিস্তানের সেরা বোলার ছিলেন। কার্যত একক দক্ষতায় আইসিসি টুর্নামেন্টে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের ছবিটা পাল্টে দিয়েছিলেন। বল হাতে তছনছ করে দিয়েছিলেন ভারতের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁর দাপটেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।


পাকিস্তানের পেসার সেই মহম্মদ আমির (Mohammad Amir) ফের বাবা হলেন। তাঁর স্ত্রী নারজিস খাতুন বুধবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন। আমির নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সুখবর। সদ্যোজাতর ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের কন্যাসন্তান হয়েছে'। মেয়ের নামকরণও করে ফেলেছেন তিনি। আইরা আমির। আমির-নারজিসের তৃতীয় সন্তান আইরা।


গত বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছিল পাকিস্তান। তারপর থেকেই দল নিয়ে নানান কাটাছেঁড়া চলছে। ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতামত দেন। কিন্তু ট্যুইটারে বিস্ফোরক মন্তব্য করে নেটমাধ্যমে রোষের মুখে মহম্মদ আমির। সোশ্যাল মিডিয়ায় তাঁকে তুলোধনা করা হচ্ছে। জোরে বোলারের শব্দচয়ন নিয়ে কটাক্ষ করা হচ্ছে।


 






পাকিস্তান দল ঘোষণার পর মহম্মদ আমির ট্যুইট করে লেখেন, 'চিফ সিলেক্টরের চিপ সিলেকশন।' পাকিস্তানের প্রাক্তনীর এই ট্যুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাঁর এই মন্তব্য ভালভাবে নেননি পাক সমর্থকরা। সমালোচনার তীর ধেয়ে আসে তাঁর দিকে। এর আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন আমির। দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। সেই সময় ক্রিকেটপ্রেমীদের সহানুভূতি পেয়েছিলেন। কিন্তু এবার তাঁর করা এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করে পাকিস্তান। দলে ফেরেন শাহিন আফ্রিদি, বাদ দেওয়া হল ফকর জামানকে। তাঁর বদলে সুযোগ দেওয়া হয়েছে হায়দার আলিকে। ১৫ জনের দলে রাখা হয়েছে শান মাসুদকেও।


আরও পড়ুন: সৌরভদের পরামর্শে ক্রিকেটের নিয়মে একগুচ্ছ বদল, লালার ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ