বার্মিংহ্যাম: এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের পর তীব্র সমালোচনা, কটূক্তি ধেয়ে এসেছিল পাকিস্তানের ক্রিকেটারদের দিকে। নিশানায় ছিলেন অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে এরপর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচ জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ জেতার পর সরফরাজদের সেমিফাইনালে যাওয়ার আশা এখনও রয়েছে। গতকালের ম্যাচ জয়ের পর সরফরাজ বলছেন, ‘এই ফল দেখে ভাল লাগছে। পাকিস্তান দল যখনই কোণঠাসা হয়ে পড়ে, তখনই আমরা ভাল খেলি।’


দলের পারফরম্যান্স প্রসঙ্গে সরফরাজ আরও বলেছেন, ‘ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা এই ম্যাচের আগে পর্যন্ত ভাল ফিল্ডিং করতে পারিনি। অনুশীলনে কঠোর পরিশ্রম করছি। দলগত প্রচেষ্টার ফলেই জয় এসেছে। (মহম্মদ) আমির খুব ভাল শুরু করেছিল, তারপর মাঝের ওভারগুলিতে শাহিন (আফ্রিদি), শাদাব (খান) ভাল বোলিং করে। বাবর (আজম) ও হ্যারিস (সোহেল) দারুণ ব্যাটিং করেছে। বাবরের ইনিংসটি আমার দেখা অন্যতম সেরা। এই পিচে ব্যাটিং করা কঠিন ছিল। ৫০ ওভার ব্যাটিং করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের কথা ভাবছি না। প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি। আমাদের আত্মবিশ্বাস আছে। আশা করি জয় পাব।’