করাচি: সম্প্রতি বিদেশের মাটিতে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের জন্য ফিটনেসের অভাব এবং ক্লান্তিকে দায়ী করলেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। তাঁর দাবি, অন্য দলগুলির তুলনায় ফিটনেসের ক্ষেত্রে পিছিয়ে আছে পাকিস্তান। সেই কারণেই পারফরম্যান্স খারাপ হচ্ছে।


পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম বলেছেন, ‘গত বছরের জুন মাসে ইংল্যান্ড সফরে যাওয়ার পর থেকে টানা খেলে চলেছে পাকিস্তান। ইংল্যান্ড থেকে ফিরে তিন-চার দিন বিশ্রাম নিয়েই দল চলে যায় সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলার পরেই দল সরাসরি চলে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে অস্ট্রেলিয়া। এরকম ঠাসা ক্রীড়াসূচির সঙ্গে মানিয়ে নিতে গেলে আমাদের খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে হবে।’

নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টেই হেরে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্টেই হারের পর একদিনের সিরিজে এখনও পর্যন্ত খেলা হওয়া চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে গিয়েছে পাকিস্তান। জয় মাত্র একটি ম্যাচে।

এই কারণেই দল নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইনজামাম। তবে তিনি বলেছেন, তাঁরা পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য পরিকল্পনা করেছেন। সেটা কার্যকর হতে কিছুটা সময় লাগবে।