লন্ডন: আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গতকাল এক পার্টির আয়োজন করা হয়। পার্টিতে ভারতের ক্রিকেট দলের সদস্যরা ছাড়াও ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। ছিলেন বিশিষ্ট বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরও।
পার্টিতে টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করতে দেখা গেল টাইগার পতৌদি-ঘরণীকে। ভারতের ক্রিকেট দলের প্রয়াত প্রাক্তন অধিনায়ক পতৌদির স্ত্রী কুম্বলেকে বলেই ফেললেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান যেভাবে খেলেছে তাতে তাদের জয় প্রাপ্য ছিল না।
পার্টি থেকে বেরিয়ে তখন গাড়ির জন্য অপেক্ষা করছিলেন শর্মিলা। তাঁকে দেখে এগিয়ে যান ভারতীয় দলের প্রাক্তন লেগ স্পিনার কুম্বলে। জিজ্ঞাসা করছেন, আপনি খেলা দেখছেন?
উত্তরে শর্মিলা বলেন, হ্যাঁ খেলা দেখছি। আজ পাকিস্তানেরও ম্যাচ দেখেছি। কিন্তু যেভাবে ম্যাচটা খেলল তাতে পাকিস্তানের জেতা উচিত ছিল না।
একইসঙ্গে শর্মিলা টিম ইন্ডিয়ার প্রশংসা করে বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা দারুন ছিল।
কুম্বলেও বলেন, হ্যাঁ, দারুন খেলছে দল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তান যেভাবে খেলেছে তাতে জেতা উচিত ছিল না, কুম্বলেকে বললেন শর্মিলা ঠাকুর
ABP Ananda, web desk
Updated at:
13 Jun 2017 02:49 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -