দুবাই: তাঁর বড় শট নেওয়ার দক্ষতার জন্য গোটা বিশ্ব জুড়ে অজস্র ভক্ত। তবে শনিবার একটি খবর প্রকাশ্যে আসতেই সকলে উদ্বেগে পড়ে গেলেন। পাকিস্তান সুপার লিগের ম্যাচে মাথায় চোট পেলেন আন্দ্রে রাসেল। চোট এতটাই জোরে লেগেছিল যে, ক্যারিবিয়ান তারকাকে রীতিমতো স্ট্রেচারে চাপিয়ে মাঠ থেকে বার করে আনতে হয়।
শুক্রবার পাকিস্তান সুপার লিগের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নেমেছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। সেই ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ব্যাট হাতে বড় শট খেলতে শুরু করেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের পেসার মুসা খানের একটি বাউন্সারে আচমকাই মাথায় চোট পান তিনি। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বাইরে বার করে আনতে হয়।
ঘটনাটি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ইনিংসের ১৪তম ওভারের। সেই ওভারেই মুসা খানকে দুটি ছক্কা মেরেছিলেন রাসেল। তারপরই এই দুর্ঘটনা। গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মুসা খানের একটি বাউন্সার পুল করতে গিয়ে মিস করেন রাসেল। বলটি তাঁর হেলমেটের ওপরের অংশ আর গ্রিলে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই ক্রিজ ছেড়ে পাশে সরে দাঁড়ান রাসেল। মাঠে দৌড়ে আসেন কোয়েট্টা গ্ল্য়াডিয়েটর্স দলের ফিজিও। তবে তিনি ক্রিজ ছাড়েননি। নতুন করে স্টান্স নেন। দলের ফিজিও তাঁকে পরীক্ষা করার পর জানান যে, উদ্বেগের কিছু নেই। তিনি খেলতে পারেন। ব্যাটিং করার জন্য উদগ্রীব ছিলেন রাসেল নিজেও। পরের বলেই অবশ্য আউট হয়ে যান রাসেল।
তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় কিছুটা পরে। যখন ইসলামাবাদ ইউনাইটেড রান তাড়া করতে নেমেছে। ফিল্ডিং করার সময় আচমকাই অস্বস্তি অনুভব করেন রাসেল। তিনি বুঝতে পারেন যে, মাথায় বলের আঘাত লাগার জন্যই এই অনুভূতি হচ্ছে। সঙ্গে সঙ্গেই তাঁকে স্ট্রেচারে চাপিয়ে মাঠ থেকে বার করে আনা হয়। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসাবে মাঠে নামেন নাসিম শাহ।