২ জনকে রিজার্ভে রেখে কাল বিশ্বকাপের দল ঘোষণা করছে পাকিস্তান
Web Desk, ABP Ananda | 17 Apr 2019 08:19 PM (IST)
কয়েকজন প্রথমসারির ক্রিকেটারের ফর্ম ও ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় দু’জনকে রিজার্ভে রেখে দল ঘোষণা করবে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
করাচি: আগামীকাল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করতে চলেছে পাকিস্তান। তবে কয়েকজন প্রথমসারির ক্রিকেটারের ফর্ম ও ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় দু’জনকে রিজার্ভে রেখে দল ঘোষণা করবে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। পিসিবি সূত্রে এমনই খবর। পিসিবি-র এক কর্তা বলেছেন, ‘কোচ মিকি আর্থারের সঙ্গে কথা বলে নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এবং কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ১৫ সদস্যের দলের সঙ্গে দু’জন রিজার্ভ খেলোয়াড়কে পাঠানো হবে। প্রয়োজন হলে বিশ্বকাপের দলে বদল করা হবে।’ এই পিসিবি কর্তা আরও বলেছেন, ‘বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ফিটনেস এবং বাঁ হাতি পেসার মহম্মদ আমিরের ফর্ম নিয়ে চিন্তা রয়েছে। বিশ্বকাপে রিজার্ভ ওপেনার হিসেবে কাকে রাখা হবে, সেটা নিয়েও আলোচনা চলছে। ফকর জামান ও ইমাম-উল-হক প্রথম পছন্দের দুই ওপেনার। তৃতীয় ওপেনার হিসেবে আবিদ আলি ও হ্যারিস সোহেলের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। নির্বাচকরা মনে করছেন, মহম্মদ হাফিজকেও প্রয়োজন হলে ওপেনার হিসেবে ব্যবহার করা যেতে পারে।’