লন্ডন ও নয়াদিল্লি: ২০১০ থেকে ২০১৮- পাকিস্তানের পেসার মহম্মদ আমিরের ইনস্যুইঙ্গারের হদিশ এখনও পাননি ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেস্টার কুক। ২০১০-এ ইনসুইং ডেলিভারিতে কুকের স্ট্যাম্প ছিটকে দিয়েছিলেন আমির। এরপর ২০১৬-তেও একই ঘটনা। ২০১৮-তেও তার ব্যতিক্রম হল না।

Muhammad Amir vs Cook 2010
Muhammad Amir vs Cook 2016
Muhammad Amir vs Cook 2018#EngvPak #PakvEngpic.twitter.com/vLKJ1vlBFo


— Ahsan. ???????? (@imPakistaniLAD) May 24, 2018

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। প্রথম দিনেই অ্যাডভান্টেজ পাকিস্তান। পেসার মহম্মদ আব্বাস ও হাসান আলির বোলিংয়ের সামনে মাত্র ১৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আব্বাস ও হাসান, দুজনেই চারটি করে উইকেট নেন। দুরন্ত বোলিংয়ের পর ইনিংসের শুরুটাও ভালো করেছে পাকিস্তান। প্রথম দিনের শেষে তাদের রান ১ উইকেটে ৫০।

ইংল্যান্ডের অধিনায়ক জো রুট টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ঘাসের পিচ ও মেঘে ঢাকা আকাশ- পরিবেশের সম্পূর্ণ সুবিধা নেন পাক পেস বোলাররা। ৪৩ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। অ্যালেস্টার কুক উইকেটের একদিক আঁকড়ে ধরেছিলেন। কুক, বেন স্টোকস (৩৮) এবং জয় বেয়ারস্টো এবং জোস বাটলার (১৪) ছাড়া দলের কোনও ব্যাটসম্যানের রান দুই অঙ্কে পৌঁছয়নি।
লাঞ্চের সময় ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭২। কুর আমিরের বলে বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। কুককে সেই সময় সঙ্গ দিয়েছিলেন বেয়ারস্টো। কিন্ত ফাহিম আশরফ তাঁকে আউট করেন।
চা-পানের বিরতির আগে কুক আমিরের বলে বোল্ড আউট হয়ে যান। দলের ১৪৯ রানে পঞ্চম উইকেট হিসেবে কুক আউট হন। তিনি করেন ৭০ রান। তিনি আউট হয়ে যাওয়ার পর আর বেশিক্ষণ টেকেনি ইংল্যান্ডের ইনিংস।