LIVE UPDATE: ঝোড়ো সেঞ্চুরিতে নায়ক রোহিত, বিশ্বকাপে পাকিস্তান বধের রেকর্ড অক্ষুণ্ণ রাখল ভারত, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কোহলিরা জয়ী ৮৯ রানে

বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে অপরাজিত ভারত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Jun 2019 12:07 AM

প্রেক্ষাপট

বিশ্বকাপে পাক-বধের রেকর্ড অটুট রাখল ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীকে বিরাট কোহলিরা হারালেন ৮৯ রানে। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৩৩৬/৫। রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক কোহলি (৬৫ বলে ৭৭ রান), কে এল রাহুল ( ৭৮ বলে ৫৭ রান) এবং হার্দিক পাণ্ড্য (১৯ বলে ২৬ রান)। পাকিস্তান বোলারদের মধ্যে একমাত্র সফল মহম্মদ আমির। ১০ ওভারে একটি মেডেন-সহ ৪৭ রান দিয়ে তিন উইকেট পান বাঁহাতি পেসার। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ইমাম-উল-হককে হারায় পাকিস্তান। তারপর বাবর আজম ও ফকর জামান প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দুজনকেই ফেরান কুলদীপ যাদব। হার্দিকও এক ওভারে দুই উিকেট তুলে নিয়ে পাক শিবিরকে জোরাল ধাক্কা দেন। বৃষ্টি বারবার ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে। শেষে পাকিস্তানের বিরুদ্ধে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রান। পাকিস্তান আটকে যায় ২১২/৬ স্কোরে। দুটি করে উইকেট কুলদীপ, হার্দিক ও নবাগত বিজয় শঙ্করের। ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা।টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। রোহিত বলেছেন, 'দল হিসাবে যেরকম খেললাম, তাতে ভীষণ খুশি। যেভাবে আউট হয়েছিলাম, তাতে খুব অসন্তুষ্ট। দ্বিশতরানের কথা ভাবছিলাম না। তবে ভুল সময়ে আউট হলাম।' ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। তবে ভারতীয় শিবিরকে উদ্বেগে রাখবে ভুবনেশ্বর কুমারের হ্যামস্ট্রিংয়ের চোট। পরের ম্যাচে তিনি খেলতে পারেন কি না, সেটাই এখন দেখার।