অ্যাডিলেড : তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। যার জেরে খেলার সময়ই প্রাণ হারালেন পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটার। মৃত ক্রিকেটারের নাম জুনেইদ জাফর খান। তিনি অ্যাডিলেড টার্ফ ক্রিকেটার ছিলেন। 


৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই অ্যাডিলেডে ম্যাচ ছিল ওল্ড কনকর্ডিয়ান্স ও প্রিন্স অ্যালফ্রেড ওল্ড কলেজিয়ানের মধ্যে। অ্যাডিলেডের কনকর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলছিল। 


২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় যান জুনেইদ জাফর খান। শনিবার তীব্র দাবদাহের মধ্যেই ওল্ড কনকর্ডিয়ান্সের হয়ে ব্যাট করছিলেন জুনেইদ। গরমে হঠাৎ পিচেই অজ্ঞান হয়ে পড়েন। এরপর চিকিৎসক দল এসে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু, কোনও ফল হয়নি। সেখানেই প্রাণ হারান মধ্য ৪০-এর এই ক্রিকেটার। পরে এক বিবৃতিতে Old Collegians-এর তরফে বলা হয়, "Old Concordians’ Cricket Club-এর একজন মূল্যবান ক্রিকেটারের প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আজ Concordia College oval খেলার সময় আচমকা তাঁর চিকিৎসা শুরু করতে হয়। প্যারামেডিকসের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। এই কঠিন পরিস্থিতিতে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সঙ্গীদের সমবেদনা জানাই।"


রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান থেকে অ্যাডিলেডে চলে যাওয়ার পর, টেক ইন্ডাস্ট্রিতে কাজ করতেন জুনেইদ। তাঁর কাছের বন্ধু হাসান অঞ্জুম জুনেইদের মৃত্যুকে "বড় ক্ষতি" বলে বর্ণনা করেছেন।


রিপোর্ট অনুযায়ী, Adelaide Turf Cricket Association-এর নিয়ম বলছে, খেলার সময় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই ম্যাচ বাতিল করতে হবে। যদিও ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ম্যাচ খেলা যেতে পারে। খেলার বিশেষ নিয়মবিধি মেনে।


এই পরিস্থিতিতে এদিনের দুর্ঘটনা অস্ট্রেলিয়ায় খেলার সময় তাপপ্রবাহ-বিধি নিয়ে আলোচনা উস্কে দিয়েছে। অনেকেই মনে করছেন, বিষয়টি খতিয়ে দেখা দরকার।


গত বছর খেলার মাঝে মাঠেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় ক্রিকেটার যশ গৌড়ের। জয়পুরে চলছিল এক ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে খেলছিলেন যশ গৌড় (Yash Gaur)। এক সময় যিনি রাজস্থানের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। ম্যাচের মাঝেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


তার দিনকয়েক আগেই বাংলার হয়ে এক সময় রঞ্জি ট্রফি খেলা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল ময়দান। মাত্র ৩৯ বছর বয়সে মারা যান শুভজিৎ। সোনারপুরের নোয়াপাড়ায় নিজের বাসভবনেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শুভজিৎ।


স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, রমজান মাস উপলক্ষে উপবাস করছিলেন জুনেইদ। যদিও, তিনি সারাদিন জল পান করছিলেন। শরীর ভালো না লাগলে এই অব্যাহতি পাওয়া যায়। 


বিস্তারিত আসছে...