লন্ডন: ক্রিস ওকস ও জনি বেয়ারস্টোর ১৮৯ রানের জুটি লর্ডস টেস্টে ভারতকে খাদের কিণারায় পৌঁছে দিয়েছে। একটা সময় ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ১৩১। সেখান থেকে তারা ভারতের বিরুদ্ধে খুব বেশি রানের লিড নিতে পারবে না বলেই মনে হচ্ছিল। কিন্তু এরপর ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলার শেষে তাদের রান ৬ উইকেটে ৩৫৭। ভারতের থেকে এগিয়ে ২৫০ রানে। ইংল্যান্ডকে বাগে পেয়েও ম্যাচের রাশ হাতছাড়া হওয়ার কারণ হিসেবে উইকেট থেকে বোলারদের সাহায্যের অভাবকে দায়ী করলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ড্য। তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর বোলারদের উইকেট থেকে কোনও সাহায্য মিলছিল না। আর এই কারণেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পেরেছে ইংল্যান্ড। এমনটাই মনে করছেন হার্দিক।
ষষ্ঠ উইকেট জুটিতে ওকস (১২০ অপরাজিত) ও বেয়ারস্টো (৯৩) ১৮৯ রান যোগ করে ইংল্যান্ডকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন।
হার্দিক বলেছেন, লাঞ্চের পর কিছুই হল না। সেটাই সমস্যা। বোলিং ইউনিট হিসেবে আমরা সব ধরনের চেষ্টাই করেছি। কিন্তু বলের সুইং তখন বন্ধ হয়ে গিয়েছিল। ওকস ও বেয়ারস্টো ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয়।
হার্দিক বলেছেন, টেস্টে এমনটা ঘটে। তাড়াতাড়ি চার-পাঁচটা উইকেট পাওয়ার পর দেখা গেল একটা লম্বা পার্টনারশিপ হচ্ছে। আমাদের ব্যাটিং লাইনআপেও অনেকবার এই ঘটনা ঘটেছে।এটা খেলার একটা অঙ্গ।
বোলারদের অনুকূল পরিবেশে প্রথমে ব্যাট করে ভারত ১০৭ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়েছিল। এ ধরনের পরিবেশ থাকলে ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরও সমস্যার মুখে পড়তে হত বলে মন্তব্য করেছেন হার্দিক।
তিনি বলেছেন, ওই পরিবেশে যে কোনও দলই ওই রকম অল্প রানই করতে পারত। কারণ, এ ধরনের পরিস্থিতিতে খেলাটা খুবই কঠিন। কিন্তু তৃতীয় দিনের পরিবেশ ছিল অন্যরকম। আমরা যখন বোলিং করছিল, তখন রোদ ছিল। উইকেট একেবারে আদর্শ হয়ে উঠেছিল। প্রথম দিন এরকমটাই আশা করেছিলাম। কিন্তু বৃষ্টির জন্য উইকেট বোলারদের সহায়ক হয়ে ওঠে।
লর্ডস টেস্টে দুই স্পিনার নিয়ে নেমেছে ভারত। যদিও পরিবেশের পরিপ্রেক্ষিতে তিন বিশেষজ্ঞ পেসার দলে থাকলে ভালো হত বলে মনে করা হচ্ছে। দুই স্পিনারের উপস্থিতিতে তৃতীয় সিমারের দায়িত্ব পালন করতে হচ্ছে হার্দিককে। তিনি অবশ্য দলের অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্তকেই সমর্থন করলেন। হার্দিক বলেছেন, তিনি বলেছেন, ভেবেচিন্তেই অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। অশ্বিন বা কুলদীপ, কেউই তৃতীয় দিনে সফল হতে পারেননি। হার্দিক বলেছেন, পাঁচ দিনের ম্যাচ হলে স্পিনাররা কার্যকরী ভূমিকা নিতে পারত। বৃষ্টির জন্য খেলার সময় কমেছে। তার ওপর পিচে ফুটমার্ক নেই।