নয়াদিল্লি: আইপিএল চলাকালীন ফের ধাক্কা খেলেন হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুল। টেলিভিশন শোয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মোটা অঙ্কের জরিমানা করা হল জাতীয় দলের দুই তারকাকে। ২০ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে হার্দিক ও রাহুলকে। তবে জরিমানার অর্থ দেওয়া হবে চ্যারিটির জন্য।
কর্ণ জোহরের টেলিভিশন শোয়ে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল হার্দিক-রাহুলের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে তদন্তও হয়েছিল। দুজনকেই সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে। নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন দুই তারকা। তবে তাতে বিতর্ক পুরোপুরি ধামাচাপা পড়েনি।
শনিবার বোর্ডের তরফে জানানো হল যে, অম্বাডসম্যান ডি কে জৈন দুজনকেই জরিমানা করেছেন। তবে জরিমানার অর্থ খরচ করা হবে চ্যারিটির কাজে।বেনজিরভাবে। কর্মরত অবস্থায় নিহত দশজন আধাসেনার পরিবারকে এক লক্ষ টাকা করে দিতে বলা হয়েছে দুই ক্রিকেটারকে। যার দরুণ দুজনকে দশ লক্ষ টাকা করে দিতে হবে। বাকি দশ লক্ষ টাকা করে দিতে বলা হয়েছে দৃষ্টিহীন ক্রিকেটারদের উন্নতির জন্য বোর্ডের নিজস্ব তহবিলে। এক মাসের মধ্যে এই জরিমানা দিতে বলা হয়েছে দুই ক্রিকেটারকেই।
টেলিভিশন শোয়ে বিতর্কিত মন্তব্যের জের, হার্দিক-রাহুলকে ২০ লক্ষ টাকা করে জরিমানা, শাস্তির অর্থ যাবে চ্যারিটিতে
Web Desk, ABP Ananda
Updated at:
20 Apr 2019 01:41 PM (IST)
কর্মরত অবস্থায় নিহত দশজন আধাসেনার পরিবারকে এক লক্ষ টাকা করে দিতে বলা হয়েছে দুই ক্রিকেটারকে। যার দরুণ দুজনকে দশ লক্ষ টাকা করে দিতে হবে। বাকি দশ লক্ষ টাকা করে দিতে বলা হয়েছে দৃষ্টিহীন ক্রিকেটারদের উন্নতির জন্য বোর্ডের নিজস্ব তহবিলে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -