নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেট দলকে কোচিংয়ের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসতে চলেছে একাধিক বিষয়। তার মধ্যে রয়েছে দলে যেসব বর্ষীয়ান খেলোয়াড় রয়েছেন তাঁদের ভবিষ্যৎ কীভাবে এগোবে তা নিয়ে পরিকল্পনা। এই পরিস্থিতির গৌতম গম্ভীর কীভাবে সামাল দেন তা বলবে সময়। টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে একে একে অবসর ঘোষণা করে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা। তরুণ ব্রিগেডের জন্য সময়মতো জায়গা করে দিয়েছেন তাঁরা, এমনই বলছে ক্রিকেট মহল। তবে, কয়েকজন এমন সিনিয়র ক্রিকেটার রয়েছেন যাঁরা এখনও টি২০ ফর্ম্যাট থেকে নিজেদের সরিয়ে নেননি। এমনই একজন খেলোয়াড় হলেন মহম্মদ শামি। ভারতের এই জোরে বোলার এখনও তিন ফর্ম্যাটেই রয়েছেন। যদিও টি২০-তে সাম্প্রতিককালে তিনি শীর্ষ পছন্দের তালিকায় নেই। এই পরিস্থিতিতে ভারতের বিদায়ী বোলিং কোচ পারস মামব্রে গৌতম গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফদের (এখনও ঠিক হয়নি) উদ্দেশে বার্তা পাঠিয়ে রেখেছেন। তিনি বলেছেন, বেশি দেরি না করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শামির সঙ্গে কথা বলতে। 


হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদকাল কেমন ছিল তা নিয়ে দ্য টেলিগ্রাফ অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামব্রে বলেন, "স্টাফদের শামির সঙ্গে কথা বলে জানতে চাওয়া উচিত তিনি কী করতে চান। উনি আর এখন তরুণ নেই। কাজেই কোথায় এখন উনি ফিট করবেন ? তাছাড়া আর কতদিন খেলতে চাইছেন। কীভাবে ওঁকে স্মার্টলি ব্যবহার করা যায় ? আমি নিশ্চিত, গৌতির (গৌতম গম্ভীর) সঙ্গে যে-ই আসুন, তিনি শামির বাকি সেরাটা ঠিক বের করে আনবেন।"  


গত এক বছর ধরে চোট নিয়ে লড়াই করছেন শামি। গত বছর শেষ হওয়া একদিনের বিশ্বকাপেও তিনিই সেরা ভারতীয় বোলার ছিলেন। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের পর আর তিনি খেলেননি। মামব্রে বলছেন, "যদি এখন টেস্টে নজর দেওয়া হয়, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য ওঁকে ঠিক করে রাখতে হবে। যদিও শামি কী চান এবং তাঁর শারীরিক অবস্থা কীরকম তার উপর সবটা নির্ভর করছে। কিন্তু হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার আগে তাঁকে কিছুটা খেলতে হবে। কারণ, দীর্ঘদিন মাঠের বাইরে আছেন শামি।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।