প্যারিস: শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতছেন মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রবিবার পদক জেতেন মানু। প্য়ারিসে এটাই ভারতের প্রথম পদক জয়। তবে শ্যুটিংয়ে আরও দুটো পদকের সম্ভাবনা রয়েছে। রমিতা জিন্দালের পর এবার ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের অর্জুন বাবুতা। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৩০.১ পয়েন্ট স্কোর করেছেন অর্জুন। শুরুটাই দুর্দান্ত ছিল অর্জুনের। প্রথম সিরিজে ১০৫.৭ স্কোর করেছিলেন তিনি। সেরা ছিল ১৮.৮। দ্বিতীয় সিরিজে ১০৪.৯ পয়েন্ট স্কোর করেন তিনি। তখনও প্রথম আটে ছিলেন এই ভারতীয় শ্যুটার। তৃতীয় সিরিজে ১০৫.৫ পয়েন্ট স্কোর করেন। সেরা শট ছিল ১০.৯।  ৬ সিরিজে তাঁর স্কোর ছিল যথাক্রমে ১০৫.৭, ১০৪.৯, ১০৫.৫, ১০৫.৪, ১০৪ ও ১০৪.৬। এদিকে ভারতের সন্দীপ ফাইনালে জায়গা করে নিতে পারলেন না। ১০৩.৬, ১০৪, ১০৫.৫, ১০৪.৮, ১০৫.৪ ও ১০৬ সহ তাঁর মোট স্কোর ৬২৯.৩। 


এদিকে, নিজের অভিষেক অলিম্পিক্স ম্য়াচে জয় দিয়ে শুরু করলেন ভারতের মহিলা বক্সার নিখাত জারিন। ৫০ কেজি বিভাগে তিনি হারিয়ে দিলেন জার্মানির ম্যাক্সি ক্যারিনা ক্লোয়েৎজ়ারকে। ৫-০ ব্যবধানে এই ম্যাচ নিজের পকেটে পুরে নেন। পরের রাউন্ডে নিখাতকে চিনের প্রতিদ্বন্দ্বী তথা টুর্নামেন্টের শীর্ষ বাছাই উ ইউয়ের বিরুদ্ধে খেলতে হবে। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে মেরি কমের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন। কিন্তু এরপরই নিখাত নিজেকে নতুনভাবে ভেঙে গড়ে তোলেন। কমনওয়েলথ গেমসে সোনার পদক এবং গত বছর এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। 


এর আগে এদিন, ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। প্রথম মহিলা শ্যুটার ভারতের, যিনি অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতলেন। ২২১.৭  স্কোর করে ফাইনালে তৃতীয় স্থান অধিকার করে নিলেন মানু। সোনা ও রুপো জিতলেন কোরিয়ার ২ শ্যুটার। ২১ তম শটের শেষে ০.১ পয়েন্টে এগিয়ে দু'নম্বরে ছিলেন মনু। ২২ তম শটে ১০.৩ স্কোর করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্যুটার ১০.৫ স্কোর করে মনুকে টপকে যান। সোনাজয়ী কোরিয়ার শ্যুটার ওহ ইও জিন ২৪৩.২ স্কোর করেন। যা অলিম্পিক্সের মঞ্চে বিশ্বরেকর্ড। দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ার কিম ইয়ে জি ২৪১.৩ স্কোর করেন।  ২০১৮ কমনওয়েলথ গেমস ও ২০২২ এশিয়ান গেমসেও ১০ মিটার এয়ার পিস্তলে জেতেন সোনা। টোকিও অলিম্পিক্স থেকে ফিরতে হয়েছিল খালি হাতে। সাফল্য এল প্যারিসে।