প্য়ারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) সফর শেষ হয়ে গেল ক্যারোলিনা মারিনের (Carolina Mrin)। না ম্য়াচ হেরে নয়। আচমকা চোটে। তাও আবার সেমিফাইনালের মঞ্চেই। এগিয়ে ছিলেন রিও অলিম্পিক্সের সোনাজয়ী শাটলার। জয়ও নাগালে ছিল। কিন্তু কোর্টে আচমকা বাজেভাবে পড়ে গিয়েই ব্যাঘাত ঘটল। চোখের জলে অলিম্পিক্সকে বিদায় জানালেন এই স্প্যানিশ ব্য়াডমিন্টন সুন্দরী। গতকাল অলিম্পিক্সের মঞ্চে যা তৈরি করল এক আবেগঘন মুহূর্তের।


শুধু পদক জয়ই নয়, সোনা জয়ের অন্য়তম দাবিদার হিসেবেই এবারের প্য়ারিস অলিম্পিক্সে খেলতে এসেছিলেন ক্যারোলিনা। মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালের ম্য়াচ ছিল। প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিং জিয়াও। ম্য়াচে প্রথম গেমে ২১-১৪ ব্যবধানে জয় দিয়েই শুরু করেছিলেন স্প্যানিশ শাটলার। দ্বিতীয় গেমেও একটা সময় ১০-৮ ব্যবধানে যখন এগিয়ে ছিলেন, তখনই বিপত্তি ঘটে। খেলার সময় ব্য়াকহ্যান্ডে একটি শট মারতে গিয়েছিলেন ক্যারোলিনা। নিজের ডান পায়ের পাতা মচকে পড়ে যান তখন কোর্টে। ব্যথা এতটাই ছিল যে দীর্ঘক্ষণ উঠে দাঁড়াতেই পারছিলেন না। চোখে মুখের অভিব্যক্তিই বুঝিয়ে দিচ্ছিল যে কতটা হতাশা গ্রাস করেছিলেন ক্যারোলিনাকে। অবশেষে কোর্টের সাইডেই শুয়ে পড়েন। কাঁদতে থাকেন অঝোরে। তাঁর কোচ তাঁকে স্বান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কান্না থামছিলই না স্প্যানিশ তারকার। মারিনের এই পরিস্থিতি দেখে ভাবুক হয়ে পড়েছিলেন চিনের ব্যাডমিন্টন খেলােয়াড়ও। শেষ পর্যন্ত আর ম্য়াচে নামতে পারেননি ক্য়ারোলিনা। 


 






হাঁটুর চোটের জন্য টোকিও অলিম্পিক্সে নামতেই পারেননি ক্যারোলিনা। খুব সম্ভবত এটাই ছিল তাঁর কেরিয়ারের শেষ অলিম্পিক্স। কিন্তু সেখানেও শেষ মুহূর্তে চোটই কাল হয়ে দাঁড়াল। ব্রোঞ্জের ম্য়াচে তিনি আদৌ নামতে পারবেন কি না তা এখন প্রশ্ন সবার মনে। 


এদিকে, রবিবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ভারতের লক্ষ্য সেন হেরে যান। স্ট্রেট গেমেই তাঁকে হারিয়ে দেন বিশ্বের দু নম্বর ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। ২০-২২, ১৪-২১ স্কোরলাইনে হারতে হল লক্ষ্য সেনকে। অথচ ম্য়াচে দুটো গেমেই প্রথমে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্যই। তবে নার্ভ ধরে রাখতে পারেননি শেষ পর্যন্ত। ফাইনালে স্বর্ণপদকের জন্য কাল লড়াই করতে দেখা যাবে ভিক্টরকে। লক্ষ্য নামবেন ব্রোঞ্জ জয়ের উদ্দেশ্যে।