প্য়ারিস: অলিম্পিক্সে রুপো জয়ের সুযোগ তৈরি হল। ফাইনালে উঠেও বিতর্ক তৈরি হয়েছিল বিনেশ ফোগতকে ঘিরে। ৫০ কেজি বিভাগের কুস্তিতে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিক্স থেকেই বাতিল হয়ে গিয়েছিলেন বিনেশ। তবে এবার কোর্ট অফ আরবিট্রেশন তাঁর আবেদনে সাড়া দিল। ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে CAS-এ তে আবেদন করেছিলেন বিনেশ যুগ্ম রুপোজয়ী হিসেবে তাঁকে যেন বিবেচনা করা হয়। এবার সেই আবেদনে সাড়া দিয়েছে CAS। একজন আইনজীবী নিয়োগের জন্য বলা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হবে এই শুনানি। ভারত সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে যাতে হরিষ সাভলেকে যাতে পাওয়া যায় বিনেশের আইনজীবী হিসেবে। 


ঘটনা হচ্ছে, ক্যাসে বিনেশের প্রথম দাবি শুরুতেই নাকচ হয়ে গিয়েছে। প্রথমেই তাঁকে জানিয়ে দেওয়া হয় যে, কোনওভাবেই সিদ্ধান্ত বদলে ফাইনালে নামতে দেওয়া হবে না বিনেশকে। অর্থাৎ, তাঁর সোনা জয়ের আর কোনও আশা নেই বলেই খবর। বিনেশের দ্বিতীয় দাবি ছিল, যেহেতু তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন কোনওরকম অন্যায় সুবিধা না নিয়ে, স্বচ্ছভাবে, তাই তাঁকে রুপোর পদক দেওয়া হোক। বিনেশের সেই দাবি উড়িয়ে দেননি বিচারকেরা।


৬ অগাস্ট পর পর ৩টি ম্যাচ খেলে, অলিম্পিক্সের আসরে ভারতের জন্য রুপো জয় নিশ্চিত করেছিলেন বিনেশ। ৭ অগাস্ট ছিল কথা ছিল, সোনা জয়ের লক্ষ্যে কুস্তির আসরে নামবেন বিনেশ। অপেক্ষার প্রহর গুনছিল দেশ। কিন্তু ছন্দপতন। প্রতিযোগীতার দিন সকালে, মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ার ফলে, প্রতিযোগীতা থেকেই বাদ হয়ে যান বিনেশ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পঞ্চাশ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ফোগত। তাঁর এই বিতাড়িত হওয়া নিয়ে তোলপাড় পড়ে যায়, ওঠে ষড়যন্ত্রের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে পিঠ চাপড়েও দিয়েছিলেন বিনেশের। তাঁর জন্য গলা ফাটিয়েছিল গোটা দেশ, বুধবার বিনেশের ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার খবরের পর তেকে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিনেশকে 'সোনার মেয়ে' বলে তাঁর পাশে দাঁড়িয়েছিল গোটা দেশ। আশা জাগিয়েছিল বিনেশকে নিয়ে শেষ পাওয়া খবরও। গতকালই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানিয়েছিলেন বিনেশ। আজ সেই মামলার শুনানি হবে বেলা সাড়ে ১১টা নাগাদ। রায় পক্ষে গেলে বিনেশের যুগ্ম রুপো জয়ের সম্ভাবনা রয়েছে, এমনকি সোনার জন্য লড়তে নামারও আবেদন জানিয়েছিলেন বিনেশ।