প্য়ারিস: এবারের অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে হকিতে প্রথম লাল কার্ড দেখানো হয়েছে ভারত বনাম গ্রেট ব্রিটেন কোয়ার্টার ফাইনালের ম্য়াচে। ভারতের অমিত রোহিদাসকে (Amit Rohidas) লাল কার্ড দেখানো হয়েছিল। যার জন্য ম্য়াচের প্রায় ৩৮ মিনিট ১০ জনে খেলেছিল ভারতীয় হকি দল। যদিও দুরন্ত পারফরম্য়ান্সে শ্যুট আউটে জয় ছিনিয়ে নিয়ে হকির সেমিতে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া, কিন্তু অমিত রোহিতদাসের (Amit Rohidas) লাল কার্ড (Red Card) দেখানোর ইস্য়ু বিতর্ক তৈরি করেছে। অনেকেই বলছেন হলুদ কার্ড দেখানো যেত, সেখানে লাল কার্ড একটু বেশিই বাড়াবাড়ি। তবে ঠিক কেন লাল কার্ড দেখানো হয় হকিতে জানেন কি?
ঠিক কী হয়েছিল?
গতকাল প্যারিস অলিম্পিক্সের হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে খেলছিল ভারতীয় হকি দল। সেখানেই দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে মিডফিল্ডে বল নিয়ে ড্রিবলিং করছিলেন অমিত রোহিদাস। সেই সময়ই হঠাৎ করে পেছনে ট্যাকল করতে আসা গ্রেট ব্রিটেনের হকি প্লেয়ার উইল ক্যালনানের মুখে স্টিক দিয়ে আঘাত করেন। যদিও অমিত একেবারেই পেছনে থাকা ক্যালনানকে দেখতে পারেনিি। কিন্তু রেফারির মনে হয়েছিল যে ওটা লাল কার্ড দেওয়ার মতই অপরাধ। শেষে অমিতকে হকির কোর্ট ছেড়ে বেরিয়ে যেতে হয়।
নিময় কী বলছে?
আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্লেয়ার্স কনডাক্ট রুল হিসেবে বলা হয়েছে, ''কোর্টে নিজের হকি স্টিককে সবসময় রক্ষণাত্মকভাবে ধরে রাখতে হবে। এমন কোনও ভয়ঙ্কর মুভ নেওয়া যাবে না, যাতে সেই হতি স্টিক প্রতিপক্ষ দলের প্লেয়ারের মুখে বা মাথায় আঘাত করতে পারে।'' হয়ত সেই জন্যই অমিতকে লাল কার্ড দেখানো হয়েছিল।
গতকাল ১-১ ছিল নির্ধারিত সময়ের পর খেলার স্কোর। শ্যুট আউটে শ্রীজেশকে নিয়ে আশা ছিলই। চলতি বছর এই ম্য়াচের আগে ছয়বার শ্যুট আউটে তিনবার ম্য়াচ জিতেছিল ভারত। শ্রীজেশ এদিনও নায়ক হয়ে গেলেন। ম্য়াচের তেকাঠির নীচে চিনের প্রাচীর হয়ে ছিলেন। শ্যুট আউটেও একটি শট বাঁচালেন। আর একটি শট গোলের বাইরে মারলেন গ্রেট ব্রিটেনের প্লেয়ার। ভারতের পাঁচ প্লেয়ারই শ্য়ুট আউটে গোল করেন।