প্যারিস: নিজের প্রথম অলিম্পিক্স (Paris Olympics 2024) খেলতে নেমেছেন। আর টানা দ্বিতীয় ম্য়াচ জিতে নিলেন ব্যাডমিন্টনে ভারতের পদক জয়ের অন্যতম তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)। আজ সোমবার (২৯ জুলাই) বেলিজিয়ামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন উত্তরাখণ্ডের তরুণ শাটলার। গ্রুপের ম্য়াচে দ্বিতীয় জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য। খেলার ফল লক্ষ্যর ফল ২১-১৯, ২১-১৬। বেলজিয়ামের জুলিয়েন কারাগিকে হারিয়ে দেন লক্ষ্য। দুটো গেমেই দুর্দান্ত লড়াই হয়। বারবার বেলজিয়ামের শাটলার চ্যালেঞ্জের মুখে ফেলছিলেন ভারতের লক্ষ্য সেনকে। কিন্তু শেষ পর্যন্ত জয় হাসিল করে নিলেন লক্ষ্য। 


প্রথম ম্য়াচে গুয়াতেমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন লক্ষ্য। সেই ম্য়াচেও ২১-৮, ২২-২০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু ম্য়াচ জিতেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল কেভিনের কনুইয়ের চোট। তিনি আচমকাই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ায় আগের ম্য়াচে জিতেও পয়েন্ট পাননি লক্ষ্য। খাতায় কলমে তাই বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বীকে হারানোর পরই প্রথম পয়েন্ট ঝুলিতে পুরে নেন লক্ষ্য। ম্য়াচ জেতার পর লক্ষ্য জানান, ''কেভিন কর্ডনের বিরুদ্ধে ম্য়াচটা জিতেছিলাম। কিন্তু ওই ম্য়াচের পয়েন্ট পাব না। তাই প্রস্তুতি ম্য়াচ হিসেবেই আপাতত দেখছি ওই ম্য়াচটি। এই ম্য়াচেও নিজের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছিলাম।''


 






এদিকে, ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস গ্রুপে পিভি সিন্ধু ৩০ মিনিটের কম সময়ে জয় ছিনিয়ে নেন। মলদ্বীপের ফাতিমাথ রজ্জাককে হারিয়ে দেন সিন্ধু। ম্যাচের স্কোরলাইন সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-৬। এর পর এস্টোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে কোর্টে নামতে দেখা যাবে দুইবারের অলিম্পিক্স পদকজয়ী তথা বিশ্বের প্রাক্তন এক শাটলার।


এদিকে, হকিতে দ্বিতীয় ম্য়াচে আর্জেন্তিনার বিরুদ্ধে আটকে গেল ভারত। প্রায় হারতে বসা ম্য়াচ শেষ মুহূর্তে ড্র করে ভারত। ভারতের হয়ে ম্য়াচ বাঁচানো গোল করেন প্রথম ম্য়াচের নায়ক সেই হরমনপ্রীতই। ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ শেষ হল ১-১। ২০ বছর পর অলিম্পিক্সে আর্জেন্তিনার সঙ্গে ড্র করল ভারত। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ ২-২ গোলে শেষ হয়েছিল। তারপর ফের এই ড্র। গত দুই অলিম্পিক্সেই আর্জেন্তিনাকে হারিয়েছে ভারত।