প্যারিস: এবারের অলিম্পিক্সের মঞ্চে ভারত এখনও পর্যন্ত তিনটি পদক জিতেছে। তিনটিই ব্রোঞ্জ এসেছে। শ্যুটিংয়ে দুটো ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের একাই। একটা ব্যক্তিগত ইভেন্ট ও দ্বিতীয়টি মিক্সড টিম ইভেন্টে। এমনকী শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে। তবে আজ শনিবার অলিম্পিক্সে নিজের তৃতীয় পদকের হাতছানি রয়েছে মনুর সামনে। শুধু তাইই নয়। সোনা জয়ের হাতছানি রয়েছে তাঁর সামনে। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালের উঠেছেন তিনি। তাও আবার কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থানে থেকে। তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবেন ভারতের দীপিকা কুমারি। এছাড়াও এদিন আর কোন কোন ইভেন্ট রয়েছে ভারতের, এক নজরে দেখে নেওয়া যাক --


শ্যুটিং


মহিলাদের স্কেট কোয়ালিফিকেশন (প্রথম দিন): রাজিয়া ধীলন ও মাহেশ্বরী চৌহান (দুপুর ১২.৩০)
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্ট (পদক ইভেন্ট): মনু ভাকের (দুপুর ১)


তিরন্দাজি


মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট (কোয়ার্টার ফাইনাল): দীপিকা কুমারি বনাম মাইকেলে ক্রোপ্পেন (দুপুর ১.৫২)


মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট (কোয়ার্টার ফাইনাল): ভজন কৌর বনাম দিয়ানন্দ চৌইরুনশিয়া (দুপুর ২.০৫)


সেইলিং


পুরুষদের ইভেন্টে (রেস 5): বিষ্ণু সরাভানান (বিকেল ৩.৪৫)


পুরুষদের ইভেন্টে (রেস 6): বিষ্ণু সরাভানান (বিকেল 4.53)


মহিলাদের ইভেন্ট (রেস 5): নেথ্রা কুমানান (বিকেল ৫.৫৫)
মহিলাদের ইভেন্ট (রেস 6): নেথ্রা কুমানান (সন্ধে ৭)


বক্সিং


পুরুষদের ওয়েল্টারওয়েট (কোয়ার্টার ফাইনাল): নিশান্ত দেভ বনাম মার্কো ভার্দে (রবিবার রাত ১২.১৮)


এদিকে, ব্যাডমিন্টনে ভারতের পদক সম্ভাবনা দাঁড়িয়েছিল একজনের ওপরই। তিনি, লক্ষ্য সেন (Lakshya Sen)। পুরুষ সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে যিনি স্বদেশীয় এইচ এস প্রণয়কে হারিয়ে শেষ আটের টিকিট অর্জন করেছিলেন। শুক্রবার কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের চউ তিয়েন চেং। যিনি অলিম্পিক্সে ১২তম বাছাই। লক্ষ্যর চেয়ে বেশ এগিয়ে। কিন্তু তাঁকেও হারিয়ে দিলেন লক্ষ্য। তাও আবার প্রথম গেমে পিছিয়ে থাকার পরও। দুরন্ত কামব্যাকে ম্য়াচ জিতলেন তিনি। 


লক্ষ্যর বিরুদ্ধে শুরুতে দাপটের সঙ্গে শুরু করেছিলেন চউ তিয়েন। ২১-১৯ পয়েন্টে প্রথম গেম ছিনিয়ে নেন। লক্ষ্যকে তখন বেশ হতোদ্যম দেখাচ্ছিল। শরীর লক্ষ্য করে একের পর এক শট খেলে ও ক্রস কোর্ট শটে লক্ষ্যকে বিব্রত করছিলেন চউ তিয়েন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় গেমে যেন জেদ চেপে গিয়েছিল লক্ষ্যর মাথায়। শেষ পর্যন্ত ২১-১৫ ও ২১-১২ ব্যবধানে পরপর দুটো গেম জিতে ম্য়াচ পকেটে পুরে নেন লক্ষ্য।