প্যারিস: অলিম্পিক্সে আজ ১ অগাস্ট ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে। আজ শ্যুটিংয়ে রাইফেল থ্রি পজিশনে ফাইনালে খেলতে নামবেন স্বপ্নিল কুশালে। এছাড়াও ব্যাডমিন্টনে রাউন্ড অফ সিক্সটনে মুখোমুখি মহারণ হবে দু ভারতীয় শাটলারের। আমনে সামনে হতে চলেছেন লক্ষ্য সেন ও এইচ এস প্রণয়। এছাড়াও আর কোন কোন ইভেন্টে কখন ভারতের অ্যাথলিটরা খেলতে নামবেন, তা দেখে নেওয়া যাক -

অ্যাথলেটিক্স

পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াকে পরমজিৎ সিংহ বিস্ত, অকসদীপ সিংহ, বিকাশ সিংহ নামবেন। সকাল ১১টায় নামবেন তিনি। 

মহিলাদের ২০ কিলোমিটার রেস ওয়াকে প্রিয়ঙ্কা গোস্বামী নামবেন।

ব্যাডমিন্টন

লক্ষ্য সেন ও এইচ এস প্রণয় নামবেন রাউন্ড অফ সিক্সটিনের ইভেন্টে। দুপুর ১২ থেকে শুরু হবে তাদের ম্য়াচ।

গল্ফ

গগনজিৎ ভুল্লার ও শুভঙ্কর শর্মা পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ওয়ানের ম্যাচ রয়েছ। খেলা শুরু হবে দুপুর ১২.৩০ থেকে।

শ্যুটিং

দুপুর ১টায় পদক ইভেন্টে নামবেন স্বপ্নিল কুশালে। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে নামবেন কুশালে।

হকি

ভারত ও বেলজিয়াম পুরুষদের হকির পুল বি-তে ম্য়াচ রয়েছে। দুপুর ১.৩০ থেকে রয়েছে ম্য়াচ।

টেবিল টেনিস

দুপুর ১.৩০ থেকে ম্য়াচ রয়েছে শ্রীজা আকুলার। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে

বক্সিং

মহিলাদের ৫০ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নিখাত জারিন নামবেন। চিনের ইউ উ-র বিরুদ্ধে খেলতে নামবেন।

তিরন্দাজি

দুপুর ২.৩০-এ প্রবীন যাদব চিনের কাও ওয়েনচাওয়ের বিরুদ্ধে খেলতে নামবেন এলিমিনেশন রাউন্ডে। যদি কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেন প্রবীন, তবে ৩.১০ এ নামবেন তিনি। 

ব্যাডমিন্টন

বিকেল ৪.৩০-এ পুরুষদের ডাবলসের কোয়ার্টারফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি খেলতে নামবেন।

রাত ১০টায় পিভি সিন্ধু খেলতে নামবেন রাউন্ড অফ সিক্সটিন ইভেন্টে

লক্ষ্যর শট আলোচনার কেন্দ্রে

জোনাথন ক্রিস্টি তখন নেটের অনেকটা দূর থেকে একটি শট খেলেন। যা লক্ষ্যর নেট ঘেঁষে পড়ছিল। বাধ্য হয়ে ক্রস কোর্ট খেলেন লক্ষ্য। তারপরই জোনাথনের ফিরতে শট না দেখে ব্যাকহ্যান্ড রিটার্ন করেন ভারতীয় শাটলার। ২২ বছরের তরুণের যে শট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই কলম্বিয়ার গোলকিপার রেনে হিগুয়েতার স্করপিয়ন কিকের সঙ্গে সেই শটের তুলনা করেছেন। হিগুয়েতা এভাবেই না দেখে স্রেফ অনুমান ক্ষমতার ওপর নির্ভর করে শরীরকে বিপরীত দিকে মোচড় দিয়ে পা দিয়ে গোলমুখী শট রুখে দিতেন নিপুণ দক্ষতায়।  সেই ব়্যালিটি শেষ পর্যন্ত লক্ষ্যই জেতেন। গেমটিও জিতে নেন তিনি।