প্যারিস : প্যারিস প্যারালিম্পিক্সে একের পর এক সাফল্য ভারতের। ১০ মিটার এয়ার রাইফেলের মহিলা বিভাগে অবনী লেখারা সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলার পর এবার ১০ মিটার এয়ার পিস্তল SH1 পিস্তলে রুপো জিতে নিলেন ভারতের প্যারা শ্যুটার মণীশ নারওয়াল। ২৩৪.৯ পয়েন্ট পেয়ে এই পদক জিতে নেন। অন্যদিকে, মহিলা T35 ১০০ মিটার দৌড়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন প্যারা স্প্রিন্টার প্রীতি পাল। নিজের কেরিয়ারের সেরাটা উজাড় করে দিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতে নেন তিনি। ১৪.২১ সেকেন্ডে নিজের লক্ষ্যে পৌঁছন প্রীতি।


শুরুটা ভালই হয়েছিল মণীশের। কিন্তু, খেলার মাঝামাঝিতে গিয়ে ষষ্ঠ স্থানে নেমে আসেন ভারতীয় শ্যুটার। কিন্তু, আশা ছাড়েননি। শেষমেশ ফাইনাল শেষ করেন দ্বিতীয় স্থানে। তিনি রুপো জিতে নেন। সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার জিওংডু জো। ২৩৭.৪ পয়েন্ট তোলেন তিনি। এদিকে ২১৪.৩ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন চিনের চাও ইয়াং। 


অন্যদিকে,  প্যারা স্প্রিন্টার প্রীতি পালের ব্রোঞ্জ জয়। চিনের জিয়া ঝৌ এবং কিয়াংকিয়ান গুয়ো প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করে জিতে নেন সোনা ও রুপো।


এর আগে চলতি বছরেই প্রীতি বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ও ২০০ মিটারের ইভেন্টের দু'টিতেই ব্রোঞ্জ জিতে নিয়েছিলেন। যার হাত ধরে প্যারিস প্যারালিম্পিক্সের টিকিট পাকা করে নেন প্রীতি।


প্যারালিম্পিক্সে আসাধারণ শুরু করেছে ভারত। এর আগে মহিলা বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সাফল্য এসেছে। সোনা জিতে নিয়েছেন অবনী লেখারা। অন্যদিকে, ব্রোঞ্জ জয় করেছেন মোনা আগরওয়াল। 


ইভেন্টের দ্বিতীয় দিনেই নিজের সাফল্যের ধারা বজায় রাখেন অবনী। এর সঙ্গে সঙ্গে ২২-এর এই শ্যুটার ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন। এই স্বর্ণপদকের আগে, ২০২০-র টোকিও প্যারালিম্পিক্সেও নিজের ক্যাটেগরিতে শীর্ষ পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। অর্থাৎ, এই মুহূর্তে তাঁর ঝুলিতে ২টি সোনার পদক। এর সঙ্গে সঙ্গে প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি ২টি স্বর্ণ পদক জিতলেন। আর সার্বিক বিচারে দেখলে, তিনি দ্বিতীয় ভারতীয় যিনি, প্যারালিম্পিক্সে একাধিক সোনার পদক জিতলেন। এর আগে জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ২টি স্বর্ণ পদক জিতেছিলেন। ২০০৪-এর এথেন্সে ও ২০১৬-র রিও প্যারালিম্পিক্সে।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।