Hyundai Cars: শুধু ভারতেই নয়, সারা বিশ্ব জুড়েই বৈদ্যুতিন গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। বহু গাড়ি নির্মাতা সংস্থা তাদের নতুন নতুন মডেলের পেট্রোল ও ডিজেল ভ্যারিয়ান্টের পাশাপাশি বৈদ্যুতিন মডেলও নিয়ে আসছে বাজারে। আর এই দৌড় থেকে পিছিয়ে নেই হুন্ডাই। হাইব্রিড মোডের (Hyundai Electric Car) গাড়ি বাজারে আনার জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে হুন্ডাই। আর হাইব্রিড গাড়িই নয়, বৈদ্যুতিন গাড়ি আনার চেষ্টা করছে এই গাড়ি নির্মাতা সংস্থা।
বৈদ্যুতিন গাড়ি আনবে হুন্ডাই
আগামী দিনে সংস্থার (Hyundai Electric Car) কর্মকান্ড ও পরিকল্পনার দিকে জোর দিয়েছে হুন্ডাই মোটরস। সংস্থার টার্গেট রয়েছে ২০৩০ সালের মধ্যে ৫.৫৫ মিলিয়ন গাড়ি বিক্রি করা। একই সঙ্গে এই ৫.৫ মিলিয়ন গাড়ির মধ্যে সংস্থার টার্গেট রয়েছে ২ মিলিয়ন বৈদ্যুতিন গাড়ি বিক্রি করা।
২১টি বৈদ্যুতিন গাড়ি নিয়ে আসা হবে বাজারে
হুন্ডাই মোটর সম্প্রতি একটি নতুন বৈদ্যুতিন গাড়ি বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। এই নতুন বৈদ্যুতিন গাড়িতে একবার চার্জ দিলেই চলবে ৯০০ কিমি। ২০৩০ সালের মধ্যে মোট ২১টি বৈদ্যুতিন গাড়ি নির্মাণ করতে চায় হুন্ডাই মোটরস (Hyundai Electric Car)। এর পাশাপাশি সংস্থা চেষ্টা করছে যাতে এই সমস্ত বৈদ্যুতিন গাড়িতে ব্যবহৃত ব্যাটারির খরচ কমানো যায়।
ভারতেও আসবে এই বৈদ্যুতিন গাড়িগুলি
ভারতের বাজারের জন্য হুন্ডাই মোটর যেমন এসইউভি নিয়ে আসবে, তেমনি নিয়ে আসবে বৈদ্যুতিন গাড়িও। কোনা এবং আয়োনিক ৫ মডেলের পর মাস মার্কেট ইভি নিয়ে আসছে হুন্ডাই। এই সংস্থার সবথেকে বড় লঞ্চ হওয়া গাড়ির মধ্যে রয়েছে ক্রেটা ইভি। এর পর আরও অনেকগুলি ইভি মডেল নিয়ে আসবে হুন্ডাই। এই বছরই শুরু হতে চলেছে ক্রেটা ইভির উৎপাদন। ২০২৫ সালে ভারতের বাজারে হুন্ডাই নিয়ে আসবে এই বৈদ্যুতিন গাড়ি। এমন ইভি তৈরির চেষ্টা করছে হুন্ডাই যাতে গ্রাহকদের কম চার্জ দিতে হয়। ইভি নির্মাণের দৌড়ে হুন্ডাই পিছিয়ে থাকবে না। তবে এই নতুন ইভির কত দাম হতে চলেছে তা এখনও জানায়নি হুন্ডাই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Stock Market Today: সর্বকালের সেরা রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি, সোম থেকেই কারেকশন ? কারা রইল সেরা ?
Car loan Information:
Calculate Car Loan EMI