নয়াদিল্লি: চোটের জন্য মোহালি টেস্ট থেকে ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে উইকেটকিপার হিসেবে আট বছর বাদে টেস্ট দলে ফিরছেন পার্থিব পটেল। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাঁ পায়ের থাই মাসলে চোট পান ঋদ্ধিমান। সূত্রের খবর, বিসিসিআইয়ের চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিশ্রাম প্রয়োজন ঋদ্ধির।
শনিবার থেকে মোহালিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এই টেস্টে উইকেটের পিছনে ফের দেখা যাবে পার্থিবকে। ২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে টেস্টে সুযোগ পেয়েছিলেন পার্থিব। এরপর অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন এই বাঁহাতি। সম্প্রতি রঞ্জি ট্রফিতে ভাল ফলই পার্থিবের জন্য ফের টেস্ট দলের দরজা খুলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চোটের জন্য মোহালি টেস্ট থেকে বাদ পড়লেন ঋদ্ধিমান সাহা, পরিবর্তে এলেন পার্থিব পটেল
Web Desk, ABP Ananda
Updated at:
23 Nov 2016 11:34 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -