বেঙ্গালুরু: সাইনা নেহওয়ালের পথে পারুপল্লি কাশ্যপ৷ অলিম্পিক্সে পি ভি সিন্ধুর রুপো জয়ের পর পুল্লেলা গোপীচাঁদের একাডেমি নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখনই সেই অ্যাকাডেমি ছাড়লেন আর এক তারকা শাটলার কাশ্যপ৷


 

অলিম্পিক্সের আগে জার্মান কাপে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি৷ ডান পায়ে অস্ত্রোপচারও করতে হয়। ধাক্কা খায় অলিম্পিক্স স্বপ্ন৷ চোট সারানোর পর এবার গোপীর অ্যাকাডেমি ছেড়ে বেঙ্গালুরুর বিখ্যাত কোচ টম জনের কাছে যাচ্ছেন তিনি৷ ২০১৪-তে গোপীর অ্যাকাডেমি ছাড়েন সাইনা নেহওয়াল৷ এবার সেই পথেই হাঁটলেন কাশ্যপ৷

 

গোপীচাঁদের অ্যাকাডেমি ছাড়া নিয়ে কাশ্যপ বলেছেন, ‘অলিম্পিকে ভীষণভাবে যেতে চেয়েছিলাম। চোটের জন্য সেটা না হওয়ায় খুব খারাপ লেগেছে। আশা করি গোপীচাঁদ আমার অবস্থাটা বুঝতে পারবেন। আমি সিনিয়র খেলোয়াড়। তাই তিনি নিশ্চয়ই বিষয়টি খারাপভাবে নেবেন না।’

 

গোপীচাঁদের অ্যাকাডেমি ছাড়ার পর সাইনা বলেছিলেন, কোচ তাঁকে বেশি সময় দিচ্ছিলেন না। কাশ্যপ এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেননি। তবে তিনিও সাইনার মতোই পরিবেশ বদলের কথা বলেছেন।