নয়াদিল্লি: সরকারিভাবে হকিকে ভারতের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি চিঠিতে লিখেছেন, ‘আপনি জানেন, এ বছরের নভেম্বরে ওড়িশায় হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে আমি এটা জেনে হতবাক হয়ে গিয়েছি, সবাই হকিকে জাতীয় খেলা হিসেবে জেনে এলেও, এটি কোনওদিন সরকারি স্বীকৃতি পায়নি। আমি নিশ্চিত, আপনি আমার সঙ্গে একমত হবেন, সারা দেশে কোটি কোটি ভক্ত রয়েছে যে খেলার, সেই হকি সরকারিভাবে জাতীয় খেলার স্বীকৃতি পাওয়ার যোগ্য। এর মাধ্যমে দেশকে গর্বিত করা মহান হকি খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানানো যাবে।’

অলিম্পিকে হকিতে আটবার সোনা জিতেছে ভারত। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক স্তরে সেরকম সাফল্য না থাকলেও, সারা দেশেই জনপ্রিয় হকি। ওড়িশাতেও এই খেলাটি জনপ্রিয়। এ বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের স্পনসর হয়েছে ওড়িশা সরকার। এবার হকিকে সরকারিভাবে জাতীয় খেলার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিলেন নবীন।