PBKS vs DC, IPL 2023 Live: ঘরের মাঠে ১৫ রানে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে প্রীতির পাঞ্জাব
IPL 2023, Match 64, PBKS vs DC: পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজয় হজম করতে হল প্রীতি জিন্টার দলকে।
৪৮ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন লিয়াম লিভিংস্টোন। তবে পাঞ্জাব কিংস আটকে গেল ১৯৮/৮ স্কোরে। ১৫ রানে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস।
১৯ বলে ২২ রান করে ফিরলেন প্রভসিমরন সিংহ। ১২ ওভারের শেষে পাঞ্জাব ১০০/২।
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৪৭/১।
প্রথম ওভারেই মেডেন নিলেন খলিল আমেদ। শিখর ধবনকে ফিরিয়ে দিলেন ইশান্ত শর্মা। ২ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৭/১।
বিধ্বংসী ইনিংস রিলি রুসৌর। ৩৭ বলে ৮২ রানে অপরাজিত রইলেন। ১৪ বলে অপরাজিত ২৬ রান ফিল সল্টের। ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস তুলল ২১৩/২।
৩৬ বলে হাফসেঞ্চুরি পৃথ্বী শর। ৩৮ বলে ৫৪ রান করে ফিরলেন। ১৫ ওভারের শেষে দিল্লির স্কোর ১৪৮/২।
৩১ বলে ৪৬ রান করে আউট হলেন ডেভিড ওয়ার্নার। ১৩ ওভারের শেষে দিল্লির স্কোর ১২৫/১।
বিধ্বংসী ডেভিড ওয়ার্নার। ২৩ বলে ৩৭ রানে অপরাজিত। ২৫ বলে ৩৭ রান পৃথ্বীর। ভাল শুরু দিল্লি ক্যাপিটালসের। ৮ ওভারের শেষে দিল্লির স্কোর ৭৬/০।
৩ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৮/০। কাগিসো রাবাডার বলে আঙুলে চোট পেলেন পৃথ্বী শ। ক্রিজে তাঁর সঙ্গে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
পাঞ্জাব কিংস দলে দুটি পরিবর্তন। ঋষি ধবনের পরিবর্তে খেলানো হচ্ছে অথর্ভ তাইডেকে। সিকন্দর রাজার পরিবর্তে খেলছেন কাগিসো রাবাডা।
প্রেক্ষাপট
ধর্মশালা: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস (Delhi Capitals vs Pubjab Kings) একে অপরের মুখোমুখি হতে চলেছে। টুর্নামেন্টের প্রথম মরসুম থেকেই ২ দল পরস্পর মুখোমুখি হয়ে এসেছে। এখনও পর্যন্ত ২ দল মোট ৩১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৬ বার জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অন্যদিকে ১৫ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। যেই মাঠে খেলা হচ্ছে আজ, সেই মাঠে এর আগে মোট ৩ বার দুটো দল মুখোমুখি হয়েছিল। তার মধ্য়ে পাঞ্জাব কিংস ২টো ম্যাচ জিতেছে ও ১টি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। আজ ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে শুরু হবে এই ম্যাচ। তার ৩০ মিনিট আগে টস হবে।
এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে পাঞ্জাব কিংস। ৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে শিখর ধবনের (Sikhar Dhawan) দল। বাকি ৬ ম্যাচ হারতে হয়েছে তাঁদের। দিল্লির বিরুদ্ধে শেষ সাক্ষাতে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব শিবির।
আইপিএলে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর খেলা চলছেই। গতকাল লখনউ সুপার জায়ান্টস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেওয়ার পর প্লে অফের অঙ্ক আরো জমে গিয়েছে। তিন নম্বরে উঠে এসেছে ক্রুণাল পাণ্ড্যর দল। এদিকে এই ম্যাচ হারের পর মুম্বই চতুর্থ স্থানে উঠে এসেছে।
আইপিএলের প্লে অফে ওঠার দৌড়ে এখনও রয়েছে কেকেআর। তাঁদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে লখনউয়ের বিরুদ্ধে আগামী ২০ তারিখ ম্যাচ রয়েছে। এটিই তাঁদের শেষ ম্যাচ। এই ম্যাচ নাইটদের তো জিততেই হবে। এমনকী কেকেআরকে প্লে অফে যেতে হলে হারতে হবে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। পঞ্জাব কিংসের দুটো ম্যাচ রয়েছে।
লখনউ জয় ছিনিয়ে নেওয়ায় কিছুটা চাপ বেড়ে গিয়েছে মুম্বইয়ের। তাদের পয়েন্ট এই মুহূর্তে ১৪। নাইটরা শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাইবে। সেক্ষেত্রে নেট রান রেটেও মুম্বইকে টেক্কা দিতে চাইবে তাঁরা। তবে পাঞ্জাব ও আরসিবির দিকেও তাকিয়ে থাকতেই হবে। কারণ লখনউ ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে তাঁরা যদি হেরেও যায়, তবেও কোনওভাবেই কেকেআর লখনউকে পয়েন্ট টেবিলে টপকে যেতে পারবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -