KKR vs PBKS, IPL 2023 Live: রাসেলের ব্যাটে ঝড়, রিঙ্কু বাউন্ডারিতে জয় কেকেআরের, জিইয়ে থাকল প্লে অফের আশাও

IPL 2023, Match 53, KKR vs PBKS: ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার সাত নম্বরে পাঞ্জাব। অপরদিকে, সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে কলকাতা শিবির।

ABP Ananda Last Updated: 08 May 2023 11:24 PM
KKR vs PBKS Live Score: বাউন্ডারি হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতালেন রিঙ্কু

শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে কেকেআরকে জিতিয়ে দিলেন রিঙ্কু সিংহ। নাইটদের প্লে অফের আশাও বেঁচে থাকল। 

KKR vs PBKS Live: আউট বেঙ্কটেশ

১৩ বলে ১১ রান করে রাহুল চাহারের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার। 

KKR vs PBKS Live Score: আউট রয়

আউট জেসন রয়। উইকেট নিলেন হরপ্রীত ব্রার। 

KKR vs PBKS Live: আউট গুরবাজ

নাথান এলিসের বলে ১৫ রান করে আউট হলেন রহমনউল্লাহ গুরবাজ। 

KKR vs PBKS Live Score: ৪ ওভারে কেকেআরের স্কোর ৩৬/০

রান তাড়া করতে নেমে ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৩৬ রান তুলে নিল কেকেআর। 

KKR vs PBKS Live: পাঞ্জাবের স্কোর ২০ ওভারে ১৭৯/৭

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান বোর্ডে তুলে নিল পাঞ্জাব কিংস। 

KKR vs PBKS Live Score: আউট ধবন

৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন শিখর ধবন।

KKR vs PBKS Live: ১০ ওভারে পাঞ্জাবের স্কোর ৮২/৩

১০ ওভারে তিন উইকেট হারিয়ে বোর্ডে ৮২ রান তুলে নিল পাঞ্জাব কিংস।

KKR vs PBKS Live Score: ৯ ওভারে নাইটদের স্কোর ৭৯/৩

৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান বোর্ডে তুলে নিল কেকআর। 

KKR vs PBKS Live: আউট লিভিংস্টোন

বরুণ চক্রবর্তীর বলে লেগবিফোর হয়ে ফিরলেন লিয়াম লিভিংস্টোন। 

KKR vs PBKS Live Score: আউট রাজাপক্ষে

পাঞ্জাব কিংসের দ্বিতীয় উইকেটের পতন। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরলেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেট হর্ষিত রানার। 

KKR vs PBKS Live: ৩ ওভারে পাঞ্জাবের স্কোর ২৬/১

৩ ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটের বিনিময়ে ২৬ রান। 

KKR vs PBKS Live Score: আউট প্রভসিমরন

পাঞ্জাবের প্রথম উইকেটের পতন। আউট হয়ে ফিরলেন প্রভসিমরন সিংহ। হর্ষিত রানার বলে গুরবাজের বলে ক্যাচ দিয়ে ফিরলেন।

KKR vs PBKS Live ইম্প্যাক্ট প্লেয়ার রয়

কেকেআরের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন জেসন রয়।

KKR vs PBKS Live: অপরিবর্তিত নাইট একাদশ, পাঞ্জাব একাদশে ভানুকা

আগের ম্যাচের দলই অপরিবর্তিত কেকেআরের। পাঞ্জাব একাদশে ঢুকলেন রাজাপক্ষে।

KKR vs PBKS Live Score: নাইটদের ফিল্ডিং

টস জিতলেন ধবন। প্রথমে ব্যাটিং পাঞ্জাব কিংসের।

প্রেক্ষাপট

কলকাতা : সমীকরণ একেবারে সোজা। কিন্তু বাস্তবায়ন ঠিক ততটাই কঠিন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নজরে প্লে-অফ পাহাড়। যে জন্য গ্রুপপর্বের শেষ চার ম্যাচের প্রত্যেকটিতেই জিততে হবে। কোনও ম্যাচে হারলেই এবারের মতো প্লে-অফের (IPL Playoffs) সমীকরণ শেষ নীতীশ রাণা (Nitish Rana), রিঙ্কু সিংহদের (Rinku Singh)। যে লক্ষ্যে সোমবার ঘরের মাঠে কেকেআর খেলতে নামছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে।


১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার সাত নম্বরে পাঞ্জাব। অপরদিকে, সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে কলকাতা শিবির। রান রেটের বিচারে এগিয়ে থাকায় লিগ তালিকায় একেবারে শেষে থাকা তিন দলের মধ্যে যেমন এগিয়ে কেকেআর, তেমনই আবার রান রেটের জেরেই ঠাসাঠাসি লিগ টেবিলের চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে নিচে পাঞ্জাব। কেকেআরকে তারা হারাতে পারলে শুধু কলকাতার এবারের আইপিএল যাত্রারই সলিল-সমাধি করবে না তারা, সঙ্গে একলাফে চার ধাপ উঠে সাত থেকে সৌজা পৌঁছে যাবে তিন নম্বরে। আর উল্টোদিকে কলকাতার কাছেও সুবর্ণ সুযোগ। পাঞ্জাবকে হারাতে পারলে শুধু প্লে-অফ সমীকরণের লড়াইয়ে থাকাই নয়, লিগ তালিকায় দুই বা তিন ধাপ উঠে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাদের সামনে।


দেওয়ালে পিঠ ঠেকা অবস্থাতেই যে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নামছে কেকেআর, তাতে কোনও সন্দেহ নেই। তবে প্লে-অফ পাহাড় ডিঙোনোর কঠিন কাজে নেমে অবশ্য খানিকটা পয়েন্ট-অক্সিজেনই আপাতত কলকাতা শিবিরের সম্ভাবনা বজায় রেখেছে। গতম্যাচে হায়দরাবাদে গিয়ে অ্যাওয়ে ম্যাচের শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এসেছে কেকেআর। ঝুলিতে পুরেছে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট। তবে পয়েন্টের সমীকরণের কচকচানি নয়, শ্রেফ মানসিকতার বিচারে যে জয় কলকাতা শিবিরকে ভরসা জোগাবে। কারণ, হায়দরাবাদ ম্যাচে নামার আগে সমীকরণটা ছিল, পাঁচে পাঁচ। আপাতত যা চারে চার করার। পাঁচ ম্যাচের কোনওটাতে হারলেই প্লে-অফের সমীকরণ থেকে বিদায়, এমন সমীকরণের জাঁতাকল কাঁধে নিয়ে নেমে জয় তুলে এনেছে কেকেআর। তাই ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট-অক্সিজেনের সঙ্গে আত্মবিশ্বাসী মানসিকতা প্লে-অফের পাহাড় চড়তে বড় সম্বল তাদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.