KKR vs PBKS, IPL 2023 Live: রাসেলের ব্যাটে ঝড়, রিঙ্কু বাউন্ডারিতে জয় কেকেআরের, জিইয়ে থাকল প্লে অফের আশাও

IPL 2023, Match 53, KKR vs PBKS: ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার সাত নম্বরে পাঞ্জাব। অপরদিকে, সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে কলকাতা শিবির।

ABP Ananda Last Updated: 08 May 2023 11:24 PM

প্রেক্ষাপট

কলকাতা : সমীকরণ একেবারে সোজা। কিন্তু বাস্তবায়ন ঠিক ততটাই কঠিন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নজরে প্লে-অফ পাহাড়। যে জন্য গ্রুপপর্বের শেষ চার ম্যাচের প্রত্যেকটিতেই জিততে হবে। কোনও ম্যাচে হারলেই এবারের...More

KKR vs PBKS Live Score: বাউন্ডারি হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতালেন রিঙ্কু

শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে কেকেআরকে জিতিয়ে দিলেন রিঙ্কু সিংহ। নাইটদের প্লে অফের আশাও বেঁচে থাকল।